|

শার্শার বাগআঁচড়ায় হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

প্রকাশিতঃ ৫:২১ অপরাহ্ন | মার্চ ১৬, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

শার্শার নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে নাভারন হাইওয়ে পুলিশ। এ উচ্ছেদের নেতৃত্ব দেন নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া। অভিযানে যশোরের অন্যতম বানিজ্যিক কেন্দ্র বাগআঁচড়া বাজারের নাভারণ- সাতক্ষীরা মহাসড়কের রাস্তার দু ধারে অবৈধ ভাবে গড়ে উঠা শতাধিক দোকান উচ্ছেদ করেন।

সড়কের দুপাশে অবৈধ ভাবে গড়ে উঠা এসব দোকান পাটের জন্য প্রায় প্রতিদিনই ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ শত ১০ মার্চ শনিবার সকালে স্কুলে যাবার পথে বালু বোঝাই ট্রাকের চাপায় দু বোনের করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্দ হয়ে যায়।

এরই প্রেক্ষিতে  ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে সার্জেন্ট পলিটন মিয়ার নেতৃত্বে মাইকিং করে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ।

শতাধিক দোকানপাট মুহুর্তের মধ্যে উচ্ছেদ হলেও তিনি আগামী ২দিনের মধ্যে অবৈধ ভাবে গড়ে উঠা সকল দোকানপাট,রাস্তার দুধারে রাখা কাঠের গুড়ি, ইটবালি, খোয়া, রড,কাঠের তৈরি আসবাবপত্র সরিয়ে নেবার জন্য নিজেই মাইকিং করেন।

সার্জেন্ট পলিটন মিয়ার এ উদ্যোগের প্রশংসা করে তাকে সাধুবাদ জানিয়েছে এলাকার সর্বস্থরের মানুষ। এ সময় নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪