|

নীলফামারীতে ৬দিনব্যাপী শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিতঃ ১১:৩৫ অপরাহ্ন | মে ২৬, ২০১৮

নীলফামারীতে ৬দিনব্যাপী শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা প্রশিক্ষণ সমাপ্ত

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী জেলা শিক্ষা অফিসের আয়োজনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপের কারিগরি ও আর্থিক সহযোগিতায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে ৬দিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপ্ত হয়।

এসময় প্রশিক্ষনে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্যেশ্যে জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, আপনারা প্রশিক্ষনের অর্জিত জ্ঞান শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন। শিক্ষার্থীরা যেন প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে। পরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে প্রশিক্ষনে অংশগ্রহণকারী শিক্ষকগন একটি স্মরণিকা জেলা শিক্ষা অফিসারের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মাষ্টার ট্রেইনার ও ডিমলা উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির বোরহান, জেলা সহকারী পরিদর্শক মশিউর রহমান, সহকারী প্রোগ্রামার বাচ্চু মিয়া, ডিমলা রানী বিন্দা-রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম সিদ্দিকী বাবলু, সিনিয়র শিক্ষক আব্দুল হাকিম, মর্তুজা ইসলাম, আসাদুজ্জামান আসাদ, নিহার পারভিন পিংকি ও সিন্ধু রানী সরকার প্রমুখ।

প্রশিক্ষনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা, ইংরেজি, গনিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ের ৪১২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

দেখা হয়েছে: 528
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪