|

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ

শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে গৌরীপুর শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকল শিক্ষকদের অংশগ্রহনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ গৌরীপুর শাখার সভাপতি গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, শিক্ষক নেতা বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার, কবুল্লেনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, গোলাম মাহমুদ, শাহ মোহাম্মদ আরশাদুল হক, শহিদুজ্জামান ফকির, সারোয়ার জাহান প্রমুখ।

শিক্ষক নেতারা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায়ের লক্ষে কেন্ত্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১১ মার্চ থেকে সকল মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মঘট পালন কর্মসূচি চলছে ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। আগামী ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সকল শিক্ষকদের অংশ গ্রহণ করার জন্য যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

দেখা হয়েছে: 432
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪