|

শিবচরে প্রধান শিক্ষকের কাছে জিম্মি শিক্ষার্থীরা! প্রতিবাদে বিক্ষোভ” উত্তাল শিক্ষাঙ্গন

প্রকাশিতঃ ১০:৫০ অপরাহ্ন | ডিসেম্বর ০৭, ২০১৯

শিবচরে প্রধান শিক্ষকের কাছে জিম্মি শিক্ষার্থীরা! প্রতিবাদে বিক্ষোভ” উত্তাল শিক্ষাঙ্গন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে শ্রেণি পরীক্ষা বর্জণ করেন তারা। এ ঘটনায় ফুসেঁ উঠছে এলাকাবাসি ।

শিক্ষার্থীরা জানান, কুতুবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শওকত হোসেন দুর্নীতির মাধ্যমে ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছেন দীর্ঘ দিন ধরে। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়েও কয়েকগুন বেশি টাকা আদায় করেন ওই প্রধান শিক্ষক।

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা, দ্রুত প্রধান শিক্ষক মো. শওকত হোসেনের বহিস্কার দাবী করেন। তা না হলে আগামী সড়ক অবরোধসহ বড় ধরনের কর্মসূচী হাতে নেয়ার ঘোষণা দেয়া হয়। বিক্ষোভের ফলে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হয়।

কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মনোয়ার হোসেন বেপারী জানান, ছাত্র ছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ে আসি এবং তাদের অভিযোগ ও দাবীগুলো শুনি। এ ব্যাপারে আমরা শিঘ্রই আলোচনা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেনি কক্ষে পাঠাই। শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের এ ধরণের অভিযোগ দুঃখজনক। তদন্ত করে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেখা হয়েছে: 467
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪