|

শিমুলিয়া ফেরীতে নিহত কিশোরের বাড়িতে শরীয়তপুরের জেলা প্রশাসক

প্রকাশিতঃ ৯:৪৫ অপরাহ্ন | মে ২৫, ২০২১

শিমুলিয়া ফেরীতে নিহত কিশোরের বাড়িতে শরীয়তপুরের জেলা প্রশাসক

মো. মহসিন রেজা,শরীয়তপুর প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে আসার পথে গত ১২ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে তীব্র গরম ও যাত্রীদের উপচেপড়া ভিড়ে চাপা পড়ে নিহত হন আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর।

সেই বাড়িতে ২৫ মে মঙ্গলবার দুপুরে সাহায্যে নিয়ে গেলেন শরীয়তপুরের মানবিক জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

নিহত আনচুর মাদবর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামের মো. গিয়াস উদ্দিন মাদবরের ছেলে।

নিহত আনচুর মাদবর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া, পরিবারটির এই কঠিন সময়ে শোকসন্তপ্ত বিপদগ্রস্ত পরিবারটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান কিশোর আনচুর মাদবরের পরিবারকে সহযোগিতা হিসেবে একটি গাভী ও গাভীর খাদ্যসামগ্রী প্রদান করেন।

এই মহতী উদ্যোগের বাস্তবায়ন করেন নড়িয়া উপজেলা প্রশাসন, এসময় শোক সন্তপ্ত পরিবারের ও আশ-পাশের মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সহযোগিতা নিয়ে জেলা প্রশাসকের সফর সঙ্গী ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মোরশেদুল ইসলাম ও নড়িয়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দেখা হয়েছে: 340
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪