|

শীর্ষ সন্ত্রাসী আমিরুল নিহত হওয়ায় বেনাপোলে স্বস্তির নিঃশ্বাস

প্রকাশিতঃ ৩:০৬ অপরাহ্ন | ডিসেম্বর ০২, ২০১৮

স্টাফ রিপোর্টার:

শার্শা বেনাপোলের ত্রাস শীর্ষ কুখ্যাত ভাড়টিয়া খুনী সন্ত্রাসের মহানায়ক আমিরুল তার নিজস্ব লোকের বোমার আঘাতে নিহত হওয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। বেনাপোলের এই ত্রাস আমিরুল প্রকাশ্যে দিবালোকে মানুষকে কুপিয়ে হত্যা করে বীর দর্পে এলাকায় ঘুরে বেড়ানো এবং বাংলাদেশ আওয়ামীলীগের মত দলের একজন কর্মী পরিচয় ও কাগজপুকুর বাজারের সভাপতি হওয়ায় জন মনে নানা প্রশ্নর বাসা বাধে।

বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আমিরুল প্রকাশ্যে দিবালোকে আওয়ামীলীগ কর্মী কাগজপুকুরের সামাদকে যশোর – বেনাপোল মহাসড়কের পাশে তার দোকানে কুপিয় হত্যা করে। এরপর সে ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে বিজিবি তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করে।

তার নামে উল্লেখযোগ্য মামলা গুলে হলো বেনাপোল পোর্ট থানায়

মামলা নং ০৮ তারিখ ৮/০৬/০৯ ইং ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ । সে এ মামলায় সাজাপ্রাপ্ত।

বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা নং ৩২ তারিখ ২৯/০৪১০ ধারা ৩০২/৩৪ দঃ বিঃ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন,

বেনাপোল পোর্ট থানায় মামলা নং ২১ তারিখ ১৭/০৮/১৩, ৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ দঃ বিঃ,

চৌগাছা থানার সিংহ ঝুলি ইউনিয়ন চেয়রম্যান মিন্টু হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আমিরুƒল, মামলা নং ২০ তারিখ ২৮/০৯/১৩ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ।

বেনাপোল পোর্ট থানার বিস্ফোরক দ্রব্য আইনের ওয়ারেন্ট ভুক্ত আসামি সে মামলা নং ৫/১০/১৩ ধারা ৩৩২/৩৫৩/৩০৭।

বেনাপোল পোর্ট থানায় সামাদ হত্যা মামলার আসামি মামলা নং ৮১ তারিখ ২৯/০৯/১৮।

ঢাকা মুগদা থানায় অস্ত্র আইনে মামলা নং ১৬ তারিখ ১৩/১১/১৬।

যশোর কোতয়ালী থানায় যুবলীগ নেতা রিপন হত্যা মামলা নং ০৫ তারিখ ১/১২/১৬ এ দুটি মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামি।

যশোর কোতয়ালী থানার অস্ত্র আইনের ওয়ারেন্ট ভুক্ত আসামি, মামলা নং ০৬, তারিখ ১/১২/২০১৬,

বেনাপোল পোর্ট থানায় মামলা নং ১৪ তারিখ ১১/০৬/১৭, ধারা ১৪৩/৩২৩/৩৬৪/৩৮৫/৫০৬/৩৪দঃ বিঃ।

বেনাপোল পোর্ট থানার মামলা নং ৩৩ তারিখ ৭/১২/১৮।

বেনাপোল পোর্ট থানা মামলা নং ৫৩ তারিখ ২৭/০১/১৮।

শার্শা থানায় মামলা নং ৩৬ তারিখ ১৫/০৬/১৮ ধারা ৩০২/৩৪ দঃ বিঃ।

ঝিকরগাছা থানায় যুবলীগ নেতা টোকন হত্যা মামলা নং ২৪ তারিখ ৩০/০৬/১৮ ।

ঝিকরগাছা থানা মামলা নং-২৫ তারিখ ৩০/০৬/১৮।

শুক্রবার বোমা হামলায় নিহত আমিরুলের বোন রাবেয়া খাতুন ঘটনাস্থলে সাংবাদিকদের কাছে অভিযোগ করে করে তার চাচাতো ভাই তার ভাইকে বোমা মেরে হত্যা করেছে। নাম প্রকাশ না করার শর্তে কাগজপুকুর গ্রামের জনগন বলেন নিহত আমিরুলের ভাইয়ের সাথে তার আপন ভাইয়ের ও দ্বন্দ ছিল চরম আকারে।

তবে অন্য একটি সুত্র বলে আমিরুল কাগজপুকুর মোড় থেকে বাড়ি যাওয়ার সময় তার কাছে থাকা বোমা বিস্ফোরনে সে নিহত হয়। তার কাছে সব সময় কোন না কোন বিস্ফোরক দ্রব্য অস্ত্র বোমা থাকে বলে সুত্রটি দাবি করে।

বেনাপোল পোর্ট থানার এ এসআই শরিফুল ইসলাম বলেন, কিভাবে সে নিহত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তার নামে কোন মামলা আছে কিনা জানাতে চাইলে তিনি বলেন তার নামে মার্ডার অস্ত্র বিস্ফোরক সহ প্রায় ১৬ টি মামলা রয়েছে বেনাপোল পোর্ট থানা সহ অন্যান্য থানায়।

দেখা হয়েছে: 547
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪