|

শ্রীনগরে নৌকা বনাম আনারসের হাড্ডাহাড্ডি লড়াই

প্রকাশিতঃ ৬:৩৪ অপরাহ্ন | মার্চ ২৯, ২০১৯

শ্রীনগরে নৌকা বনাম আনারসের হাড্ডাহাড্ডি লড়াই

মোঃ ফয়সাল হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ আগামী ৩১ মার্চ রবিবার মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে লড়াই হবে নৌকা বনাম স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের মধ্যে এমন টাই গুঞ্জন শোনা যাচ্ছে উপজেলার সাধারন ভোটারদের মধ্যে।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর হয়ে দলীয় নেতা কর্মীদের স্বতস্ফুত ভাবে নির্বাচনী মাঠে কাজ করতে দেখা গেলেও। উপজেলা পরিষদ নির্বাচনে ঘটছে তার ব্যতিক্রম। নিজের পছন্দের প্রার্থী নৌকা প্রতীক না পাওয়ায়। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকেই।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক মোঃ তোফাজ্জল হোসেনকে মনোনয়ন দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেনের নৌকা প্রতিকের সাথে তীব্র প্রতিদন্দীতা হতে যাচ্ছে স্বতন্ত্র অপর চেয়ারম্যান প্রার্থী মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সস্পাদক মসিউর রহমান মামুনের আনারস প্রতীকের মধ্যে।

এ উপজেলায় সর্ব মোট চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ৫ জন। বাকী তিন চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন যুবলীগ কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম এয়াকুল খান ও বিকল্পধারা বাংলাদেশ এর নেতা হাফিজুর রহমান ঝান্টু।

দলটির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন নৌকা প্রতীক নিয়ে সুবিধা জনক অবস্থায় রয়েছেন। তথাপি স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান মামুন অল্প কয়েক দিনে ভোটারদের সম্মুখে বেশ আলোচনায় উঠে এসেছেন। সব কিছুর পরও আওয়ামী লীগ প্রার্থী তোফাজ্জল হোসেনের নৌকা প্রতীকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে মসিউর রহমান মামুনের আনারস প্রতীকের।

দেখা হয়েছে: 407
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪