|

সরকারী বই বিক্রির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিতঃ ৩:১২ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০২৩

সরকারী বই বিক্রির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মোশারফ হোসেন রিয়াদ, নান্দাইলঃ ময়মনসিংহের নান্দাইলে সরকারি বই বিক্রির প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবক। মঙ্গলবার (৩রা অক্টোবর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের যোগসাজশে বই বিক্রির প্রতিবাদ জানান। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

এসময় বক্তব্য রাখেন- চর বেতাগৈর ইউনিয়নের আনসার কমান্ডার মো.কাজিমদ্দিন, অভিভাবক মো. তাজুল ইসলাম, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম সহ প্রমুখ।

গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিমুদ্দিনের যোগসাজশে ২০২৩ শিক্ষাবর্ষে প্রায় পাঁচ হাজার সরকারী বই বিক্রি করে। পিকআপ ভর্তি বই নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বই সহ পিকআপ আটক করে প্রশাসনকে খবর দিলে বই সহ পিকআপ জব্দ করে। এঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দেখা হয়েছে: 101
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪