|

সরকারের সকল উন্নয়নের কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে: জেলা প্রশাসক

প্রকাশিতঃ ৮:৫৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সদ্য যোগদানকারী রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন সরকারের সকল উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। চলমান করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসতে হবে। যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন জনসেবার মনোভাব নিয়ে কর্মকর্তাদের জনগণকে সেবা দিতে হবে। যে কোন সময় যে কোন প্রয়োজনে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় বাগমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ খথা গুলো বলেন। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ওসি আতাউর রহমান, সমাজসেবা অফিসার মমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রাব্বানী, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহামুদা খানমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন সরকারের সকল উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। চলমান করোনা ভাইরাস প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে জনস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসতে হবে। যে কোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন জনসেবার মনোভাব নিয়ে কর্মকর্তাদের জনগণকে সেবা দিতে হবে। যে কোন সময় যে কোন প্রয়োজনে জেলা প্রশাসকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। মত বিনিময় সভা শেষে বাগমারাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

দেখা হয়েছে: 254
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪