|

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রধানমন্ত্রী চেষ্ঠা করছেন- জাফর ওয়াজেদ

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৭, ২০২১

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রধানমন্ত্রী চেষ্ঠা করছেন- জাফর ওয়াজেদ

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রধানমন্ত্রী চেষ্ঠা করছেন। এক সময় টাকা দিয়ে পিআইবির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হতো।

বর্তমানে দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার টাকা দিয়ে পিআইবির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। ময়মনসিংহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবির মহাপচিালক জাফর ওয়াজেদ এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৪৭ এর আগে এই অঞ্চলে (পুর্ব বাংলা) কোন পত্রিকা ছিলনা। পরবর্তীতে পত্রিকা হলেও ধারা ছিল দুর্বল। জাতির জনক বঙ্গবন্ধু তা অনুধাবন করে পিআইবি গড়ে তুলেছেন। ৭৫ পরবর্তী পিআইবি নড়েবড়ে হয়ে য্ায়।

বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে কাজ শুরু করেন। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে সাংবাদিকদেরকে আর্থিকভাবে সহায়তা করে আসছেন। করোনাকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাড়ে তিন হাজার সাংবাদিকদেরকে সাড়ে তিন কোটি টাকা বিতরণ করেছেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এছাড়া বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পিআইবির প্রশিক্ষণ কর্মকর্তা জিলহাস উদ্দিন নিপুন, ডঃ মোঃ নুরুল্লাহ, এজেড এম ইমাম উদ্দিন মুক্তা, গোলাম মোস্তফা।

উল্লেখ্য চলতি ফেব্র“য়ারী মাসে ৫টি ব্যাচে ময়মনসিংহ নগরী ও বিভিন্ন উপজেলার ১৬৬ জন সাংবাদিককে বুনিয়াদি ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ের উপর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ করা হয়। গত ২২ ফেব্র“য়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবে এই প্রশিক্ষণ হয়।

দেখা হয়েছে: 368
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪