|

সাংবাদিক খুন-নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল চাই

প্রকাশিতঃ ৮:১৬ অপরাহ্ন | ডিসেম্বর ২৩, ২০১৮

সফিকুল ইসলাম, বিশেষ প্রতিবেদকঃ

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিক খুন-নির্যাতন বন্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল চাই। কেননা, দ্রুত বিচার বাস্তবায়নেই সাংবাদিক নির্যাতন বন্ধ হতে পারে।

প্রয়োজনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমন ট্রাইবুনাল গঠন করা হয়েছিলো, অনতিবিলম্বে ট্রাইবুনাল গঠন করা হোক। তবু আমরা খুন-নির্যাতনের হাত থেকে দেশের চতুর্থ ভিত্তিকে মুক্ত রাখতে চাই। এনায়েত শাওনের মা ও বোনের উপর নির্মম হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল হাসান কাজলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করেন নতুন প্রজন্মেও রাজনীতিক কলামিস্ট মোমিন মেহেদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, বিএমএসএফ’র সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক, উত্তরা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ রহমান, ইসমাঈল হোসেন টিটু, সোলায়মান মোহাম্মদ, মেহেদী হাসান প্রমুখ।

সংহতি প্রকাশে সাংবাদিক নির্যাতন বন্ধের প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনের জন্য আহবান জানিয়ে মোমিন মেহেদী বলেন, দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনই একমাত্র পথ, যে পথে হাটলে আমাদের জাতির বিবেক হিসেবে স্বীকৃত সাংবাদিকগণ নির্যাতন-খুনের হাত থেকে মুক্তি পাবে বলে আমি মন করি।

প্রধান বক্তার বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, নির্মমতা প্রতিরোধে দুর্নীতির পাশাপাশি সাংবাদিক নির্যাতন থামাতে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন সময়ের দাবী। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, নির্যাতন বন্ধে আইনের প্রয়োগ প্রয়োজন, একের পর এক আইন প্রণয়ন নয়। আইনের প্রয়োগ হলেই আমাদের সাংবাদিক সমাজ নির্যাতনের হাত থেকে রেহাই পাবে।

দেখা হয়েছে: 493
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪