|

সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে মসিকের পুরস্কার বিতরণী

প্রকাশিতঃ ১১:৪১ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০২১

সাংস্কৃতিক প্রতিযোগীদের মাঝে মসিকের পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলে সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহ টউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এই পুরস্কুার বিতরণী হয়।

সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রধীপ রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত বিভাগীয় কমিশণার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমকর্তা মোহ্ম্মাদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলাল, শামীমা আক্তার, কাউন্সিলর তাজুল আলম ও ফারজানা ববি কাকলি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব প্রধীপ রঞ্জন চক্রবর্তী জাতির পিতাকে গভীরভাবে জানার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, আমরা যেন বঙ্গবন্ধুর কৃতিত্ব, বঙ্গবন্ধুর চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারি।

সিটি মেয়র ইকরামুল হক টিটু সভাপতির বক্তব্যে শিার্থীদের উদ্যেশ্যে বলেন, শুধু শিতি হলেই হবে না, আমাদের মানবিক মুল্যবোধে ভূষিত হতে হবে। উচ্চশিতি হয়ে পরিবার এবং দেশের দায়িত্ব পালন না করলে সে উচ্চশিার কোন মূল্য নেই।

এসময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, দেশের ইতিহাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার নানা দিক তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার। শিার্থীদের পে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র অর্ণব দাস এবং বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া সুলতানা।

অনুষ্ঠানে রচনা, বিতর্ক এবং চিত্রাঙ্কন বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

দেখা হয়েছে: 284
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪