|

সাঘাটায় একই পরিবারে চার প্রতিবন্ধী

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৯, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় একই পরিবারে জন্ম নেয়া চার প্রতিবন্ধী পরিবার কষ্টে জিবন কাটাচ্ছেন তারা।

জানাযায়,উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সোবাহান (৬০)। পরিবারে জন্মগত ভাবে দুই ছেলে ও এক মেয়ের প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করেন। ছেলে বিদুৎ মিয়া (২৮),তপু (২৫), ও মেয়ে সুমি অক্তার (২২) কেউ কথা বলতে পারেন না। ইশারায় টুকি টাকি কাজ সারেন। টাকার অভাবে শিক্ষা দিতে পাড়েননি তাদের। সোবাহানের স্ত্রী আবেদা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ কওে, যে কয় টাকা আয় করেন তা দিয়ে কোনমতে সংসার চালিয়ে আসছেন। অভাবের তাড়নায় ঘরের দরজা কিনতে পারছেননা। সরকারি খাস জমিতে বসতি করে। একমাএ মেয়ে সুমিকে অতি কষ্টে দুই বছর পূর্বে বগুড়া জেলার সোনাতলায় বিয়ে দেয়। প্রতিবন্ধীর কারনে সংসার হয়নি তার। কষ্টে জিবন কাটলে ও বসতভিটা হারানোর ভয়ে রাত দিন কাটছে ওই পরিবারটির। একযুগ ধরে সরকারি খাস জমিতে একটি দো-চালা ঘড় উঠিয়ে বসবাস করছেন তারা। চারজন প্রতিবন্ধীর একজনের ভাতার কার্ড হয়েছে। আবেদা বেগম জানান, আরো তিনটি ভাতার কার্ড হলে ভাল হতো । স্থানীয় ইউপি সদস্য সুধান্ন দাশ বলেন, একজনের ভাতার কার্ড হয়েছে, অন্যদের হবে। উপজেলা সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান জানান,বিষয়টি আমি শুনেছি,সরেজমিনে দেখে ভাতার কার্ডের ব্যবস্থা করবো।

দেখা হয়েছে: 283
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪