|

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ন | অক্টোবর ১৯, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
কুমিল্লা, রংপুরসহ সারাদেশে হিন্দু পল্লীতে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার সময় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, বাঙালির ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির। এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। একটি চক্র জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশটিকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। আর এ কারণেই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানে থাকা উচিত। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা উল্লেখ নেই। তারপরেও একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করার অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের সচেতন মানুষ মাঠে নেমেছেন। প্রতিবাদ জানাচ্ছেন। আমরাও অবিলম্বে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন,আরইউজের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কার্যরির্বাহী কমিটির সদস্য আনিসুজ্জামান, আরইউজে সদস্য রাশেদ রিপন, আজিজুল ইসলাম, বদরুল হাসান লিটন, সৌরভ হাবিব, আসাদুজ্জামান আসাদ,ফটোগ্রাফার সেলিম জাহাঙ্গীর প্রমুখ।#

দেখা হয়েছে: 151
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪