|

সুন্দরগঞ্জে জীবনের ঝুকি নিয়ে জরার্জীণ সেতুর উপর দিয়ে পরাপার হছে মানুষ

প্রকাশিতঃ ২:২৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায় তিস্তা নদীর খালে নির্মাণাধীন সেতুর কাজ ধীরগতিতে হওয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে পথচারীরা। প্রায় তিন বছর আগে নির্মাণ কাজ শুরু করলেও এখনো ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে। বৃটিশ আমলের তৈরি পূর্বের সেতুটি কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হলেও সেটাই এখন হাজারো মানুষের ভরসা। আর সেতুটির নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পীরগাছা উপজেলা প্রকৌশল অফিস পাওয়ায় গতি ফেরানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

পীরগাছা প্রকৌশল অফিসের তথ্য মতে, ২০১৭ সালে তিস্তার খালের ওপর পুরনো সেতুর ২০০ মিটার দক্ষিণে নির্মাণ কাজ শুরু করেন মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ৮৫ মিটার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। শুরু থেকেই অনিয়মিতভাবে নির্মাণ কাজ করার অভিযোগ ওঠে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুরোদমে কাজ আরম্ভ করলেও এখন ধীরগতিতে চলছে। টেন্ডারে সেতুর নির্মাণ কাজের সময় দেড় বছর বেঁধে দেওয়া থাকলেও প্রায় তিন বছরেও শেষ হয়নি।

ফলে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বৃটিশ আমলে নির্মাণ হওয়া ৫০ মিটারের পুরনো সেতুটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সেতুর রেলিং ও গার্ডার ধ্বসে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

অপরদিকে সেতু নির্মাণে ধীরগতি থাকলেও বাইপাস সেতু না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে হাজারো মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ ও বিভিন্ন দাপ্তরিক কাজে উপজেলায় আসা মানুষগুলো সময় বাঁচাতে এই পথে আসেন। শনি ও বুধবার সাপ্তাহিক মীরগঞ্জ হাটে মানুষ ও যানবাহন চলাচল কয়েক হাজার ছাড়িয়ে যায়। সেতুর বিভিন্ন জায়গায় অসংখ্য ভাঙাচোরা থাকায় দীর্ঘ যানজটের কবলে পড়ে জনসাধারণ।

পৌর মেয়র আব্দুল্লাহ আল-মামুন বলেন, সেতুটি এখন ভয়ানক অবস্থায় রূপ নিয়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তবে বাইপাস সেতু নির্মাণ করার জন্য এলজিইডিকে অনুরোধ করছি।

পীরগাছা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, সেতুটির কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে । আগামী তিন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারব। নির্মাণ কাজে ধীরগতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা দ্রুত গতিতে কাজ শেষ করার চেষ্টা করছি।

দেখা হয়েছে: 252
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪