|

সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ৮:০৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ২১, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল চিকিৎসায় কবির মিয়া (১১ মাস) নামে এক শিশুর মৃত্যু
হয়েছে।

২১ সেপ্টম্বর শনিবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারস্থ শান্তি নিকেতন নামে প্রাইভেট চিকিৎসালয়ে শিশু কবিরের মৃত্যু হয়।

নিহত শিশু কবির উপজেলার বেলকা ইউনিয়নের বেকরীর চর গ্রামের সাজু মিয়ার পুত্র।

নিহতের পরিবার জানায়, কবিরের পাতলা পায়খানায় আক্রান্ত হলে তাকে শান্তি নিকেতন নামে প্রাইভেট চিকিৎসালয়ে নিয়ে যান।

ডাক্তার শামছুল আলম শিশু কবিরের চিকিৎসা করেন। এরই এক পর্যায়ে কবিরের মৃত্যু হয়।

ডাক্তার শামছুল আলম নওগার মহদেবপুর উপজেলার কালী শহর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১১ বছর থেকে মীরগঞ্জ বাজারে এ ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়রা জানান, ইতোপূর্বেও ডাক্তার শামছুল আলমের ভুল চিকিৎসায় আরো দুই জনের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হলে ডাক্তার শামছুল আলম বলেন, চিকিৎসা চলাকালে শিশু কবিরের মৃত্যু হয়েছে। প্রতিটি মানুষের মৃত্যু অনিবার্য।কারো মৃত্যু থাকলে তা তো আর রোধ করতে পারবো না।

অপর এক প্রশ্নের জবাবে ভুল স্বীকার করে তিনি বলেন, আমার উচিত ছিল আগেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে পাঠিয়ে দেয়া। তবে তিনি এমবিবিএস নন। তিনি দীর্ঘ ১১ বছর থেকে এখানে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি প্যারামেটিকেল (রাজশাহী) সার্টিফিকেটধারী।

শিশু কবিরের পিতা সাজু মিয়া সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী বলেন, যদি নিহতের পরিবার এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন তা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেখা হয়েছে: 263
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪