|

সুন্দরগঞ্জে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিয়ে

প্রকাশিতঃ ৯:১৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৯, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার জেমিকে বিয়ে করেছেন রাজমিস্ত্রী ২৫ বছরের যুবক খায়রুজ্জামান মিয়া। এ বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে মেয়ের বাড়িতে উভয় পক্ষের লোকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ে রেজিষ্ট্রি করেন সোনারায় ইউনিয়ন কাজী শাহ আলমের সহকারি আঃ মতিন মিয়া বাবলু। কনে জেসমিন আক্তার জেমি উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে ও শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বর খায়রুজ্জামান মিয়া একই ইউনিয়নের বলরাম গ্রামের মৃত খুজিয়া শেখের ছেলে। কাজী শাহ আলম উপজেলার খামার মনিরাম বালিকা বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক। সহকারি কাজী আঃ মতিন বাবলু একই ইউনিয়নের পূর্ববৈদ্যনাথ গ্রামের মৃত আঃ খালেক মুন্সির ছেলে। এ ব্যাপারে কাজী শাহ আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। শাহ আলম কাজীর সহযোগি আঃ মতিন বাবলু বাল্যবিয়ের বিষয়টি অস্বীকার করেন। জেসমিন আক্তার জেমি চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত বিষয়টি নিশ্চিত করে শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন বলেন, বাচ্চাটি সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর ক্লাশে উপস্থিত ছিলো। এরপর খোঁজ নিয়ে দেখি পারিবারিক ভাবে তার বিয়ে হয়েছে। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম জানান, এ ধরণের সংবাদ আমার জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান, কোথায় বিয়ে হয়েছে আমার জানা নেই। বাল্যবিয়ের বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে কাজীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দেখা হয়েছে: 287
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪