|

সূতিয়া নদী দখল করে চলছে মৎস্য চাষ

প্রকাশিতঃ ২:২০ অপরাহ্ন | মার্চ ২৪, ২০২১

সূতিয়া নদী দখল করে চলছে মৎস্য চাষ

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নে সুতিয়া নদীর প্রায় পঞ্চাশ একর জায়গা দখল করে মাছ চাষের জন্য বড় বড় পুকুর কেটেছে প্রভাবশালী ব্যক্তিরা। পর্যায়ক্রমে নদীর জমি দখল করে পুকুর কাটা অব্যাহত রেখেছেন তাঁরা। এ যেন নদী দখল করে পুকুর কাটার প্রতিযোগিতা শুরু হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নদীর স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি করে কাটা হয়েছে বড় বড় পুকুর। নদীর জায়গা দখল করে শুধু ধানীখোলা অংশেই রয়েছে প্রায় ৩০টি পুকুর। এছাড়াও নদীর ঐপারে বইলর অংশেও রয়েছে বেশ কয়েকটি পুকুর। মাঝেমধ্যে নদীর দিকে তাকালে মনে হয় দুই পুকুরের মাঝখান দিয়ে পানি যাওয়ার জন্য সরু একটা খাল কাটা হয়েছে।

বইলর বাঁশকুড়ি গ্রামের আব্দুল মালেক জানান, প্রায় ১৫-২০ বছর যাবত নদী দখল করে মাছ চাষ করে আসছে নদী দখলকারীরা। প্রথম নদী দখল করে মাছ চাষ শুরু করেছিল মৃত শামসুদ্দিন। এখন তার দেখাদেখি অনেকেই নদী দখল করে বড় বড় পুকুর খনন করে মাছ চাষ করছে। তার মেয়েরা এই গুলি ভাড়া দিছে। শুনেছিলাম কয়েকবছর আগে স্থানীয়রা প্রশাসনের কাছে একটা দরখাস্ত দিছিল। এখনো কোনো ব্যাবস্থা নেয়নি প্রশাসন।

স্থানীয় স্কুলের এক শিক্ষক জানান, প্রায় ত্রিশ বছর ধরে নদী দখল হয়ে আসছে। এখন দখল এমন পর্যায়ে পৌছেছে যে নদীর অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এভাবে চলতে থাকলে এটাকে আর নদী বলা যাবে না। মানুষের নৈতিক স্থলনই এই নদী দখলের জন্য দায়ী। প্রশাসনের উচিত দখলকৃত নদী দখলমুক্ত করা।

তবে জমি দখলের বিষয়ে একাধিক মাছ চাষীদের সাথে কথা বললেও এই বিষয়ে তারা কথা বলতে রাজি হয়নি।

উপজেলার ধানীখোলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মানিক কুমার সরকার জানান, আমরা সুতিয়া নদী তীরবর্তী জমি দখল করে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। কতটুকু নদীর জায়গা দখল হয়েছে তা সার্ভে না করে বলা মুশকিল। তবে নদীর জায়গা দখল করে মাছ চাষ করা অংশের পরিমান বেশ কয়েক একর হবে বলে ধারণা করা হচ্ছে।

ধানীখোলা ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল্লাহ আছাদ বলেন, নদী দখলের বিষয়ে জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। নদী দখলের বিষয়ে তিনি জরিপ করে প্রতিবেদন দিবেন। তারপর প্রশাসনকে সে অনুযায়ী ব্যাবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম বলেন, নদী দখলের বিষয়ে মোট ৯৯ জনের একটি তালিকা হাতে পেয়েছি। অচিরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, আমি সরেজমিনে নদীর বেদখল হওয়া জায়গা পরিদর্শন করেছি। নদী দখলের বিষয়টি মোটামুটি নিশ্চিত। তবে কে কতটুকু নদীর জায়গা দখল করে মাছ চাষ করছে তার জন্য সার্ভে করার প্রয়োজন হবে। সার্ভে করার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই নদী দখলমুক্ত করা হবে।

দেখা হয়েছে: 526
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪