|

স্পেনে স্বেচ্ছাসেবক দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ন | অগাস্ট ২১, ২০১৯

স্পেনে স্বেচ্ছাসেবক দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ স্পেনের মাদ্রিদে নানা আয়োজনে বিএনপি’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত ১১ টায় মাদ্রিদে স্থানীয় রেস্টুরেন্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্পেন বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জেন্স শিপার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

স্পেন বিএনপির সহ স্বেচ্ছাবিষয়কয়ক সম্পাদক আসাদ আলীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান বক্তা, স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল বলেন অনতিবিলম্বে গনতন্ত্রের জন্য কারাগারে বন্দী বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে সকল আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার আহব্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপির সাবেক আহ্বায়াক ডাক্তার দুলাল আহমদ, খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, স্পেন বিএনপির উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির,স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত খান, সহ-সভাপতি সুহেল আহমদ শামছু, স্পেন যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানুর মিয়া ছাদ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য জাহাঙ্গীর ইব্রাহিম,বিনপি নেতা আবু সায়েম, রুবেল সামাদ, আক্তার হোসেন, ফজির আলী নাদিম, জাকির চৌধুরী, মিলাদ আহমদ, সুজন মল্লিক, হারুন আহমেদ, শিপলু আহমেদ, জুয়েল আহমেদ, অলিউর রহমান প্রমুখ।

স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার এ সময় প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন, মেরুদণ্ডহীন বিচারকদের ব্যবহার করে মিথ্যা ও সাজানো মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে। দেশের গণতন্ত্রের মুক্তি, ভোটাধিকার ফিরিয়ে আনার সঙ্গে বেগম জিয়ার মুক্তি জড়িত। তাই খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশ সহ সারাবিশ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

পরিশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

দেখা হয়েছে: 630
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪