|

হিজরাদের হাত থেকে পথচারী ও যাত্রীদের রক্ষা করতে কোতোয়ালী পুলিশের মতবিনিময়

প্রকাশিতঃ ৬:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৭, ২০২১

ময়মনসিংহে হিজরাদের সাথে কোতোয়ালী পুলিশের মতবিনিময়

এম এ আজিজ, ময়মনসিংহঃ ময়মনসিংহে হিজরা সম্প্রদায়ের হাত থেকে পথচারী ও যাত্রী সাধারণকে রক্ষা করতে হিজরাদের সাথে মতবিনিময় সভা করে কোতোয়ালী পুলিশ। সোমবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় এই সভা হয়।

ময়মনসিংহ বিভাগীয় নগরীর বিভিন্ন মোড়, রেলওয়ে স্টেশন, পাটগুদাম বাসস্ট্যান্ড, মাসকান্দা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, দিঘারকান্দা বাইপাস মোড়, আকুয়া বাইপাস মোড়, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়সহ বিভিন্ন রাস্তাঘাটে হিজরা সম্প্রদায় দীর্ঘদির ধরে পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসাবে হয়রানী করে আসছে।

অনেকক্ষেত্রে এই সব হিজরা সম্প্রদায়ের সদস্যরা তাদের চাহিদামত টাকা না পাওয়ায় নিজেরা নানা অঙ্গভঙ্গিসহ নিজেদের পরিধানের কাপড় চোপর খুলে পথচারী ও যাত্রীদের মারাত্বকভাবে অপমান অপদস্থ করে বলে অসংখ্য অভিযোগ রয়েছে। যাত্রী ও পথচারীদের মতে, হিজরা সম্প্রদায়ের সদস্যরা সুযোগবুঝে বেশি টাকা দাবি করে।

যাত্রীদের সাথে তাদের মা, বোন, স্ত্রী-কন্যা কিংবা ছেলে থাকলে এই চক্রটি যাত্রীদেরকে বেশি অপদস্থ করে। তাদের মতে, পুরুষ যাত্রী যেন তার সম্মান বাচাতে হিজরাদের চাহিদা পুরণে বাধ্য হন। এই জন্য পরিস্থিতি বুঝে তারা নিজেদের পরিধানের বা শরীরের কাপড় পর্যন্ত খুলে ফেলে। পুরুষ যাত্রী উপায়ান্তর না পেয়ে তাদের চাহিদা পুরণে বাধ্য হচ্ছেন। ময়মনসিংহে হিজরাদের এই অত্যাচার দীঘর্ঘদিনের। বিভিন্ন সভা সেমিনারে হিজরাদের এ ধরণের হয়রানীর বিষয়ে বহু আলোচনা হলেও কোন দায়িত্বশীল বিভাগ এগিয়ে আসেনি।

এ সময় হিজরা নেতৃবৃন্দ দাবি করেন, আমাদের কর্মের কোন সন্ধান নেই। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর আমাদেরকে নানাভাবে আশ্বাস দেই। তবে আজো কোন আশ্বাস পুরণ হয়নি। জেলা প্রশাসনের সহযোগীতায় আমাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে সামান্য টাকা দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ পরবর্তী উপযুক্ত কর্মের উদ্যোগ নেয়া হয়নি।

কোতোয়ালী মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ হিজরাদের অত্যাচার, হয়রানী পথচারী যাত্রীদের অপদস্থের বিষয়টি নানাভাবে জেনে সোমবার হিজরাদের সাথে থানায় মতবিনিময় করেন।

এ সময় হিজরাদের উদ্দেশ্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন, তোমাদের বিরুদ্ধে পথচারী ও যাত্রীদের হয়রানী এবং তাদেরকে অপদস্থ করার করার অসংখ্য অভিযোগ রয়েছে। তোমরা রাস্তাঘাটে মানুষদেরকে এভাবে হয়রানী করবে না। উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তোমাদের জন্য একটি উপযুক্ত পদক্ষেপ নেব।

এছাড়া তোমাদের জন্য আমরা দরজা সব সময় খোলা থাকবে। নগরবাসি মনে করেন, কোতোয়ালী পুলিশের ওসি শাহ কামাল আকন্দ একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। হিজরাদের হাত থেকে পথচারী ও যাত্রী সাধারণের সম্মান রক্ষায় এই দায়িত্বশীল কর্মকর্তা এগিয়ে আশায় নগরবাসি আশার আলো দেখতে পাচ্ছেন।

দেখা হয়েছে: 172
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪