|

ময়মনসিংহে বিএনপি’র ১০ নেতা গ্রেফতার, গুলি ও ককটেল বিস্ফোরন

প্রকাশিতঃ ৪:২২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশকে লক্ষ্য করে ২ টি ককটেল ছোড়ে বিএনপির কর্মী সমর্থকরা। জবাবে পুলিশ ৬ রাউন্ড সর্ট গানের গুলি চালায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে জুম্মার নামাজের পর নতুন বাজার বাউন্ডারী রোডের রেলক্রসিং এলাকার গুজ্জাবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে কোতুয়ালী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অন্য আসামিরা হলেন, জেলা ছাত্রদলে সাবেক সদস্য আলম, নগর বিএনপি সদস্য মনির আহমেদ, জেলা যুবদল নেতা মনির, আতহার কামাল, রাজিব হোসেন, দেবদ্রুত দাস, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন, ছাত্রদলকর্মী আনিছুজ্জামান শুভ ও বাপ্পী।

অন্যদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার হওয়ার পর পরই জেলা যুবদলের সভাপতি শামীম আজাদের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যয়।

ময়মনসিংহে বিএনপি'র ১০ নেতা গ্রেফতার, গুলি ও ককটেল বিস্ফোরন

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মমসিংহ দক্ষিন বিএনপি বিক্ষোভ মিছিল বের করার জন্য জামায়েত হচ্ছিল নতুন বাজারের বাউন্ডারী রোড এলাকায়। তবে মিছিলে নেতৃত্ব দেয়ার কথা ছিল জেলা বিএনপির সাধারন সম্পাক আবু ওয়াব আকন্দের।

পরে পুলিশ খবর পেয়ে বাউন্ডারী রোড মোড়ে পৌছলে এ সময় পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল ছোড়ে নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়।

তখন বিক্ষোভকারীদের পুলিশ ৬ রাউন্ড শর্ট গানের গুলি চালায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় ওয়াহাব আকন্দসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে গোটা নগরী জোরে আতংকাবস্থার সৃষ্টি হয়। বিএনপি সমর্থকদেরকে গুজ্জাবাড়ি অলিগলিতে ধাওয়া করে গ্রেফতার করতে দেখা গেছে। সদর এডিশনাল এসপি আল আমিন, কোতোয়ালী থানার ওসি মাহমুদ হাসান, ওসি ডিবি আশিকুর রহমান নিজে এ অভিযানে অংশ নেন।

কোতুয়ালী মডেলল থানার ওসি মাহমুদুর হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে ওয়াহাব আকন্দের নেতৃত্বে কর্মসূচী পালনের প্রস্তুতির মুখেই পুলিশ তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে জানা যায়, এই প্রথম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ডাকসাইটের নেতা ওয়াহাব আকন্দ গ্রেফতার হলেন। তার গ্রেফতারের খবরে বিএনপি সমর্থকরা ঘটনাস্থলে পুলিশের উপর মারমুখি হয়ে উঠে। এ সময় ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুলিশী এ্যাকশনে এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। তবে পরিস্থিতি দ্রুত পুলিশের নিয়ন্ত্রনে চলে আসে।

এর আগে গতকাল বৃহস্পতিবার খালেদার রায় ঘোষনার পর পরই নতুন বাজার জিলা স্কুল মোড় এলাকায় যুবদলের ঝটিকা বিক্ষোভে নেমে ককটেল বিস্ফোরণ ঘটায় সমর্থকরা। তখনও পুলিশ ২৩ রাউন্ড গুলি ছুড়ে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেক রহমানসহ অন্যদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পর নগরীতে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দেখা হয়েছে: 457
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪