|

নীলফামারীতে শুরু হতে যাচ্ছে ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত

প্রকাশিতঃ ৪:০৪ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সরকারী হাই স্কুল মাঠে ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন (আগামী শুক্রবার) শুরু হতে যাচ্ছে। এটি চলবে ৯ থেকে ১১ মার্চ তিন দিন ব্যাপী। অনুষ্ঠানের প্রায় ৯৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে বলে জানান আয়োজক কমিটি। বাকী সাজ সজ্জার কাজ চলছে পুরোদমে।

আগামী শুক্রবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ওই সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
বুধবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে ওই মাঠে গিয়ে দেখা যায়, সাজ সজ্জার কাজে ব্যস্তসময় পার করছে কারিগররা। দম ফেলার ফুরসত নেই তাদের। এসব কাজের তদারকি করছেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

আয়োজক কমিটির আহবায়ক খায়রুজ্জামান ও উত্তম কুমার জানান, সম্মেলনকে কেন্দ্র করে নীলফামারী শহর জুড়ে চলছে সাজ সজ্জার কাজ। বিভিন্ন দেওয়ালে সোভা পাচ্ছে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গের ছবির পাশাপাশি মহান স্বাধীনতা যুদ্ধ, বাহান্নর ভাষা আন্দোলন, গ্রাম বাংলার ঐতিহ্যসহ বিভিন্ন পশুপাখি ও গাড়ীয়াল ভাইয়ের ছবি।

আর এসব ছবি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদের নির্দেশনায় চারুকলা বিভাগের ১৫জন তরুন শিক্ষার্থী। এ ছাড়াও জেলার স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাচাইকৃত ৮৮ জন ক্ষুদে শিল্পী। গ্রামগঞ্জে ব্যাপক প্রচার প্রচারনাসহ চলছে মাইকিং।

এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য উত্তম কুমার তরফদার বলেন, ‘আমাদের মাঠ সজ্জার কাজ ৯৫ শতাংশের বেশী সম্পন্ন হয়েছে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান শাহিন চৌধুরী বলেন, আগামী ৯ই মার্চ থেকে তিনদিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ের দিকে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তিনি বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে কাজ করছে ১৮টি উপকমিটি। ওই তিনদিন কাজ করবে শতাধিক সেচ্ছাসেবক, আনসার ও পুলিশ বাহীনি।

এ ব্যাপারে জেলা প্রশাসক খালেদ রহীম বলেন, জাতীয় সম্মেলনে দেশের ৮৪ টি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রায় আট শতাধিক প্রতিনিধি যোগ দেবেন। ওই সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও, গুণিজন সম্মাননা, সেমিনার, নজরুল সঙ্গীত, নৃত্য, নাটক ও বাংলা গান পরিবেশিত হবে। প্রতিদিন উত্তর অঞ্চলের ভাওয়াইয়া গানের মাধ্যমে সমাপ্তি ঘটবে অনূষ্ঠানের।

দেখা হয়েছে: 455
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪