|

বাগমারায় সাত বছেরর শিশু ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

প্রকাশিতঃ ৮:৫৭ অপরাহ্ন | অগাস্ট ০৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় (৭) বছরের এক নারি শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এলাকাবাসির ব্যানারে উপজেলার গোয়ালকান্দি বাজারের বটতলা নামক স্থানে আদা ঘন্টাব্যাপী এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের সভাপতিতে উক্ত মানববন্ধে বক্তারা বলেন, গোয়ালকান্দির মধ্যপাড়া গ্রামের জনৈক ব্যাক্তির সাত বছরের শিশু মেয়েকে ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ। এ অপরাধের সঙ্গে জড়িত ধর্ষক আলালের প্রতি তীব্র নিন্দা জানাই। এবং আলালকে গ্রেফতার করে বিচার ব্যবস্থা যাতে আরও সচেতন ও কার্যকর হয় প্রশাসনের প্রতি এটিই আমাদের দাবি। বক্তারা আরো বলেন, সমাজের সবাই যদি একইসঙ্গে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলেই সমাজ থেকে এ ব্যাধি দূর করা সম্ভব হবে। সাম্প্রতিক সময়ে প্রায়ই নারী ও শিশু ধর্ষণের কথা শোনা যায়। কিন্তু ধর্ষকদের শাস্তির আওতায় আনা হয়েছে এমন কোনো খবর শুনি না। তাই অপরাধীরা এসব ঘৃণ্য কাজে আরও বেশি জড়িত হচ্ছে। আমরা মনে করি, অপরাধ করে অপরাধীরা পার পাওয়ায় দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। তাই যত দ্রুত সম্ভব অপরাধী ধর্ষক আলালকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনা হোক প্রশাসনের কাছে এমন দাবিই জানান তারা। মানববন্ধে উপস্থিত ছিলেন,সংরক্ষিত আসনে মহিলা মেম্বার মোমেনা বেওয়া,কমেলা বিবি,ভিকটিমের মাতা সারমিন আক্তার,আমজাদ হোসেন,জাহিদুল ইসলাম,মজনু সাক্ষিদার,নাজমুল হোসেন,শাহীন আলম,রুবেল,আকবর আলী,রফিক,মহসিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। উল্লেখ্য,(১আগস্ট) শনিবার গোয়ালকান্দির মধ্যপাড়া গ্রামের জনৈক ব্যাক্তির সাত বছরের শিশু মেয়েকে একা পেয়ে একই গ্রামের বয়েন উদ্দিনের লম্পট ছেলে আলাল ধর্ষন করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ঔই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এবং পরেরদিন (২আগস্ট) রোববার শিশুর পিতা নিরুপায় হয়ে বাগমারা থানায় হাজির হয়ে বাদি হয়ে ধর্ষক আলালের বিরুদ্ধে মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যান্ত তাকে গ্রেফতার করতে পারেনি।#

দেখা হয়েছে: 451
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪