|

সহিংস রাজনীতি জাতীয় পার্টি কখনো করেনি: ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ন | ডিসেম্বর ২৮, ২০১৯

সহিংস রাজনীতি জাতীয় পার্টি কখনো করেনি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এরশাদের স্মৃতি মনে পড়ছে। এরশাদ আর জাতীয় পার্টি একে অপরের পরিপূরক। তিনি থাকলে পরিবেশ ভিন্নমাত্রায় থাকতো। জাতীয় পার্টির সাথে সর্ম্পকটা পুরনো। তারা কখনো সহিংস রাজনীতি করেনি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টা নাগাদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) চলমান সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকাল ১০টায় জাতীয় পার্টির সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেছেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। জাপা সেই কাজটি করে আসছে। দেশের উন্নয়নে ইতিবাচক কাজ করে যাচ্ছে। এক সময় বিরোধী দলের ভূমিকা ইতিবাচক ছিলো। ওয়াক আউট ও গালাগালি জাপা আসার পর হয়নি। জাপা শক্তিশালী থাকলে আওয়ামী লীগ শক্তিশালী থাকবে।

দেখা হয়েছে: 601
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪