|

বাবার ওপর অভিমান করে মাদরাসার ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিতঃ ১২:১৭ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৩, ২০২১

বাবার ওপর অভিমান করে মাদরাসার ছাত্রীর আত্মহত্যা

এ.এস.লিমন(রাজারহাট)কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের রাঘব মৌজায় বাবার ওপর অভিমান করে ৭ম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মোছাঃ হিরা খাতুন। তিনি শরফ উদ্দিন মাদ্রসার ৭ম শ্রেণীর ছাত্রী। রাজাররহাট উপজেলার নাজিমখাঁন ইউপির রাঘব মৌজার মোঃ হারুন মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে ১১ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে তার বাবা মোঃ হারুন মিয়া তাকে বকাঝকা ও মারধর করেন। ওই ছাত্রী পারিবারিক কলহ ও বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা প্রতিবেশীদের।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আত্নহত্যার ঘটনায় রাজারহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দেখা হয়েছে: 464
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪