|

পঞ্চগড় জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম

প্রকাশিতঃ ৭:৩৮ অপরাহ্ন | মার্চ ২২, ২০২১

পঞ্চগড় জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম

আবু সাঈদ পঞ্চগড় থেকেঃ বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পঞ্চগড় জেলার সদর উপজেলার রাজনগর এলাকায় বাজার অভিযান পরিচালিত হয়।

এতে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে পাম তেলের বোতলে দাম বেশি রাখায় এবং বিএসটিআই নির্ধারিত পরিমাপের চেয়ে তেলের পরিমান বোতলে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৪৮ ধারার লঙ্ঘন ঘটায় ইসলাম অয়েল এন্ড ফ্লাওয়ার মিল কে প্রশাসনিক ব্যবস্থায় ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া ভোক্তা সাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার অনুরোধ জানানো হয়। সহযোগিতায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা, ক্যাব ও সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেখা হয়েছে: 355
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪