|

আটক এক বস্তা ফেন্সিডিল মামলায় ৪০ বোতলে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশিতঃ ৪:০৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৭, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। চলতি বছরের ৬ ফেব্ররুয়ারী মঙ্গলবার দুপুরে তানোর-আমনূরা রাস্তার তেলোপাড়া নামক স্থানে তাকে অটক করেন (এপিবিএন) বগুড়া শাখার এসআই (দারোগা) আতাউর রহমান।

অটককৃত ব্যক্তির নাম বাবুলাল তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালীমাড়ী জগন্নাথপুর গ্রামের সাদেকুল ইসলামের পুত্র। এ ঘটনায় এসআই (দারোগা) আতাউর রহমান বাদি হয়ে তানোর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন ও আটককৃত বাবু লাল থানা হাজতে রয়েছে।

এদিকে মামলার খবর ছড়িয়ে পড়লে সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক বস্তা ফেন্সিডিলি আটক করা হলেও মাত্র ৪০ বোতলের মামলা দেয়ায় সাধারণের মধ্যে এই মিশ্র প্রতিক্রিয়ার সূত্রপাত বলে এলাকায় গুঞ্জন বইছে।

এছাড়াও মামলার এজহারে বাইকের সাইড কভার থেকে এসব ফেন্সিডিল উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। অথচ সাইড কভারে ৪০ বোতল ফেন্সিডিল কোভাবেই বহন করা যাবে না বলে অনেক মোটরসাইকেল মালিক বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে আটককৃত বাবুলাল স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, তাকে ৪০ বোতলের কথা বলতে বলা হয়েছে এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ ফেব্ররুয়ারী মঙ্গলবার এপিবিএন বগুড়া শাখার এসআই (দারোগা) আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তানোর -আমনুর রাস্তার তেলোপাড়া নামক স্থানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের দিকে মটরসাইকেলে একটি বস্তা নিয়ে আসছিল এক ব্যক্তি পুলিশ তাকে থামতে বললে সে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করে এসময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে মোটরসাইকেলে বহন করা বস্তায় ফেন্সিডিল পাওয়া যায় জিজ্ঞাসাবাদে তিনি বলেন, তার নাম বাবুলাল।

এ সময় পুলিশ তাকে ও মোটরসাইকেল আটক করে তানোর থানায় শোপর্দ করেন। বাবুলালের ব্যবহৃত মোটর সাইকেল ১১০ সিসির ওয়ালটন যাহার রেজি নম্বর নবাবগঞ্জ-হ ১২-৫০৭৭।

এব্যাপারে এসআই আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছু সংবাদদাতা থাকে তাদের কিছু দিতে হয়। কিšত্ত বস্তাভর্তি ফেন্সিডিল কিভাবে ৪০ বোতল হয় জানতে চাইলে তিনি কোনো সদোত্তর না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, বাবুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

দেখা হয়েছে: 444
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪