|

কাঁমারগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিস্তারে অনন্য অবদান

প্রকাশিতঃ ৪:৫২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোরে প্রত্যন্ত পল্লী ও গ্রামীণ জনপদের অধিবাসিদের ভবিষ্যৎ প্রজন্মের (ছেলে-মেয়ে) মধ্যে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে চলেছে কাঁমারগা উচ্চ বিদ্যালয়।

জানা গেছে, বিগত ১৯৭৩ সালে তানোর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে তানোর-মোহনপুর সীমান্ত সংগ্ন শিব নদীর কোলঘেঁষে গড়ে উঠেছে কাঁমারগা উচ্চ বিদ্যালয়। কাঁমারগা উচ্চ বিদ্যালয়ে মোট ১২ জন শিক্ষক-কর্মচারি ও প্রায় ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়টি জাতীয় সংগীত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন।

এছাড়াও বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় পাশের হার প্রায় শতভাগ রয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এবারো পাশের হার শতভাগ হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষ।

শহর বা গ্রাম বলে কোনো কথা নয় বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের সদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় প্রধান শিক্ষক সুব্রত কুমার তার দৃষ্টান্ত উদাহারণ। এই বিদ্যালয়ের সব চেয়ে বড় সুবিধা হলো প্রধান শিক্ষক সুব্রত কুমারের নিবিড় পর্যবেক্ষন।

গ্রামীণ জনপদের ছেলে-মেয়েদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ইতমধ্যে বিদ্যালয়টি ব্যাপক পরিচিতি লাভ করেছে ও অন্যদের কাছে অনুকরনীয় বা মডেল হয়ে উঠেছে। প্রধান শিক্ষক সুব্রত কুমার প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্র্থীদের উপস্থিতি নিশ্চিত করণের পাশপাশি শিক্ষকগণা ঠিকমত পাঠদান করাচ্ছেন কি না ? এবং শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত থেকে মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ করছেন কি না ? ইত্যাদি বিষয়ে গর্যবেক্ষন করেন, ফলে বিদ্যালয়ে পাঠদানে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নাই।

এছাড়াও শিক্ষার্থীদের বিদ্যালয়গামি করতে নানা ভাবে উৎসাহ দিয়ে আসছে প্রধান শিক্ষক সুব্রত কুমার। বিদ্যালয়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলার ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করাঢ একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ অন্যদিকে সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী এবং পাঠদানে মনোযোগী করতে বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া হচ্ছে।

এব্যাপারে কাঁমারগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বলেন, এমপি ওমর ফারুক চৌধূরী মহোদয়ের আন্তরিক সহযোগীতায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, শুধু তানোর উপজেলা নয় রাজশাহী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাঁমারগা উচ্চ বিদ্যালয়কে গড়ে তুলতে চান, আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন এবং উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা নিয়মিত আয়োজনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন।

তিনি বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর, আধূনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার করা হলে কাঁমারগা উচ্চ বিদ্যারয় শিক্ষা বিস্তারে আরো বেশি অবদান রাখতে পারবে এ জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।

দেখা হয়েছে: 579
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪