|

আব্বাসকে বানানো হয়েছে কথিত এলমাছ

প্রকাশিতঃ ১২:১৪ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

সাইফুল ইসলাম রয়েল,কলাপাড়া, পটুয়াখালীঃ
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের এলমাছ গাজী ভূমিদস্যু চক্রের কবলে পড়ে বন্দোবস্ত পাওয়া খাস জমি হারাতে বসেছে। তারই দুই আত্মীয় কতৃক ক্ষতিসাধনের পরে সহজ-সরল এলমাছ এখন দিশেহারা হয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছেন। এমনকি এলমাছকে এনিয়ে ঘাঁটাঘাটি করলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। এ ঘটনায় আদালতে এলমাছ একটি মামলা করেছেন।

এলমাস জানায়, ভূমিহীন হিসেবে এলমাছ গাজী ১৯৭৯-৮০ অর্থবছরের ৩৩৮কে বন্দোবস্ত কেসের মাধ্যমে চান্দুপাড়া মৌজা থেকে দেড় একর খাস জমি পায়। যা চাষাবাদ করে কোনমতে জীবিকার চাকা ঠেলছিলেন। যা

র দলিল নম্বর-৭১৩৭, তারিখ ১৯৮২ সনের ১৫ ডিসেম্বর। এস এ খতিয়ান নম্বর-৩৪২। কিন্তু ২৩ জানুয়ারি ২৫৪/১৮ একই এলাকার জনৈক আব্বাসকে সাব রেজিস্ট্রি অফিসে কথিত এলমাছ বানিয়ে দাঁড় করিয়ে পাওয়ার অব এ্যাটর্নি দলিল করে নিয়েছে একই এলাকার মৃত রুস্তুম গাজীর ছেলে জামাল গাজী।

২৫৪ নম্বর দলিলে আব্বাস তার নিজের ছবিতে এলমাছের হয়ে টিপসই দিয়েছে। এমনকি কম্পিউটারে বানানো জাতীয় পরিচয়পত্রেও নিজের ছবি ব্যবহার করেছে। যার এনআইডি নম্বর দেখানো হয়েছে ৭৮১৬৬৩৫৬১৮৭৬৬। বর্তমানে পাওয়ার অব এটর্নি দলিলে জমির ক্ষমতাপ্রাপ্ত হয়ে জামাল গাজী চক্র এ জমি হস্তান্তরের জন্য মরিয়া হয়ে উঠেছে।

এটর্ণি দলিল দাতা কথিত এলমাছ হয়ে দাঁড়ানো আব্বাস এখন তার ভুল স্বীকার করে এর বিচার চেয়ে বলেন, তাকে বয়স্কভাতার তালিকায় নাম দেয়ার কথা বলে কলাপাড়ায় নিয়ে এসে টিপসই নেয়া হয়েছে।

তার স্ত্রী শাহিদা জানায়, তাকে দিয়ে এলমাছের বিরুদ্ধে মামলা করার জন্য চাপ দিয়েছে। জামাল গাজী ও তার কয়েক সহযোগী এসব করেছে। বর্তমানে এলমাছের গোটা পরিবার রয়েছেন চরম নিরাপত্তাহীনতায়। এব্যাপারে জামাল গাজীর মোবাইল নম্বরে ফোন করলে তিনি কল রিসিভ করে নিজেকে জামাল গাজী নয় বলে উত্তর দেন।

কলাপাড়া সাব-রেজিস্টার কাওসার খান জানান, বিষয়টি জানার পরে ক্ষতিগ্রস্ত এলমাছকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এক্ষেত্রে তিনি হতদরিদ্র এলমাছকে সকল সহায়তার কথা জানালেন। উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান এ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

দেখা হয়েছে: 458
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪