|

দুর্গাপুরে বিয়ের পাঁচ দিন পর স্ত্রী নিহত, স্বামী পলাতক

প্রকাশিতঃ ২:২৭ অপরাহ্ন | মার্চ ১৩, ২০১৮

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে টানা পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল হাফিজুল ইসলাম (২২) ও জেসমিন খাতুনের (১৭) নামের এক প্রমিক যুগলের। তাদের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। পাঁচ দিন হলো তাদের বিয়ে হয়েছে।

কিন্তু পাঁচ বছরের প্রেমের সম্পর্ক বিয়ের পাঁচ দিনের মাথায় সেই সম্পর্কের সমাপ্তি ঘটবে তা ছিল সবারই অজনা। মেহেদীর রং ফিকে না হতেই নববধূ জেসমিন খাতুন পাড়ি জমাবে না ফেরার দেশে এ সংবাদটি ছিল পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছেই বেদনার।

বিয়ের দিন রাতে সাঁজানো বাসর ঘরেই রোববার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জেসমিন। তবে জেসমিনের বাবার অভিযোগ তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী হাফিজুল।

এদিকে, সোমবার সকালে পুলিশ জেসমিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী গ্রামের লিয়াকত আলীর পুত্র হাফিজুল ইসলামের সাথে জয়নগর চাপুকুর গ্রামের আজিবুর রহমানের কন্যা জেসমিন খাতুনের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

হাফিজুল ডিগ্রী (বিএ) শেষ বর্ষের ছাত্র ও জেসমিন একাদশ শ্রেনীর শেষ বর্ষের ছাত্রী ছিলেন। মোবাইল ফোনে শুরু হয় তাদের প্রেমের সম্পর্কের। এক পর্যায়ে উভয় পরিবারের মাঝে জানাজানি হয় এ খবর। এর মধ্যে জেসমিনকে বিয়ে করতে জেসমিনের বাবার কাছে প্রস্তাব পাঠায় হাফিজুল। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখান করেন জেসমিনের বাবা আজিবুর। শেষ পর্যন্ত মেয়ের অসম ভালোবাসার কাছে পরাজিত হয়ে অপরিনত বয়সেই জেসমিনের বিয়ে দেন হাফিজুলের সাথে।

গত বুধবার আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পাঁচ দিনের মাথায় জেসমিনের এই রহস্যজনক মৃত্যুর খবর মানতে পারছেন না কেউ। হাফিজুল ইসলামের মা জানান, তার ছেলে রাজশাহী বিশ্ব বিদ্যালয় এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। রোববার কাজ শেষে রাত ১১টার দিকে বাসায় এসে খেতে চান।

এ সময় তিনি পুত্রবধূ জেসমিনকে খেতে দিতে বলেন। খাওয়া শেষে করে দুজনেই শুতে যান। রাত অনুমান ১টার দিকে তার ছেলে হাফিজুল ইসলাম চিৎকার দিয়ে তাদের ডাকাডাকি শুরু করেন। এ সময় তারা ঘুম থেকে জেগে ছেলের ঘরে গিয়ে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে জেসমিন। এ ঘটনার পর জেসমিনের বাবাকে খবর দেয়া হয় বলেও জানান তিনি।

জেসমিনের বাবা আজিবুর রহমান অভিযোগ করেন, প্রেম এবং বিয়ে কোনটাই মেনে নিতে পেরেছিলেন না তিনি। শেষ পর্যন্ত মেয়ের অটল সিদ্ধান্তের কাছে হেরে যান তিনি। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় তার মেয়ের। বিয়েতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দেয়া হয় হাফিজুলকে। এরপরও সে কিছু নগদ টাকা দাবি করেছিল। কিছুদিন পর সেই টাকা দিতে চাওয়া হয়েছিল। তার সন্দেহ ওই টাকার জন্যই তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে গলায় ফাঁস দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয়েছে।

দুর্গাপুর থানার এস.আই মির্জা মোজাহারুল ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য জেসমিনের মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে গলায় ও পিঠে কিছু কালশিরা দাগ দেখা গেছে। ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পরিস্কার ভাবে বলা যাচ্ছেনা ঘটনাটি হত্যা ও না আত্মহত্যা।

দেখা হয়েছে: 370
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪