|

রায়ের পরেই গৌরীপুরে বিস্ফোরণ

প্রকাশিতঃ ৬:২০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায় ঘোষণার পরেই ময়মনসিংহ গৌরীপুরে বিকট শব্দে বিস্ফোরিত হয় দুইটি ককটেল। সকাল থেকে গৌরীপুরের রাজপথে পুলিশের পাশাপাশি আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের সরব উপস্থিতিও ঠেকাতে পারেনি বোমাবাজদের।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) মামলার রায় ঘোষণার পর পরই বিএনপির একটি জঙ্গী মিছিল এসে স্থানীয় হারুণ পার্কের পাশে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি স্বাাভাবিক করতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

রায়ের পরেই গৌরীপুরে বিস্ফোরণ

রায়ের পরেই গৌরীপুরে বিস্ফোরণ

এ সময় শহরে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছর ও তারেক জিয়াসহ অন্যদের ১০ বছর করে কারাদন্ডের রায় ঘোষণা করেন।

সেই সাথে তাদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেলা ১টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হলে ২টা ৩০ মিনিটে রায় ঘোষণা করে বিজ্ঞ বিচারক।

জিয়া এতিমখানা ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে খালেদা জিয়াকে প্রধান আসামী করে ২০০৮ সালে মামলাটি দায়ের করে দুদক। মামলার সাজাপ্রাপ্ত অন্য আসামীরা হলেন- মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এই রায়ের দিনটিকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির নেতৃত্বে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আ’লীগ, কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের নেতৃত্ব বঙ্গবন্ধু পরিষদ, আব্দুস সামাদের নেতৃত্ব উপজেলা শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, যুব শ্রমিকলীগসহ সকল স্তরের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সহযোগীতার জন্য সকাল থেকেই গৌরীপুরের বিভিন্ন স্পটে অবস্থান করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান- আকস্মিক এসে বিএনপির কিছু চিহ্নিত নেতাকর্মী হারুণ পার্কে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাৎক্ষণিক হামলাকারীদের প্রতিহত করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

দেখা হয়েছে: 556
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪