|

নড়াইলে ইভটিজিংয়ের অভিযোগে ২ বখাটে গ্রেফতার

প্রকাশিতঃ ৩:৪০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের নড়াগাতি থানার বাঐসোনা এলাকা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে মুঠোফোনে ছবি ধারণ ও উত্ত্যক্ত করার অভিযোগে ২ বখাটেকে আটক করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী (ছাত্রী) বাইরে বের হয়ে কালিয়া-গোপালগঞ্জ সড়কে আসলে দুই বখাটে মুঠোফোনে তার ছবি ধারণ ও উক্ত্যক্ত করার সময় স্থানীয় বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ্ মো.ফোরকান মোল্যা তাদের হাতেনাতে আটক করে।

তারা হলেন-গোপালগঞ্জ জেলার সোনাকুড়ি গ্রামের হাকিমের ছেলে (১৫) ও কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া গ্রামের তারু মিয়ার ছেলে আরমান (২৩)। পরে রহস্যজনক কারণে চেয়ারম্যান একজনকে ছেড়ে দিয়ে আবির নামে অপর বখাটেকে পুলিশে সোপর্দ করে।

এ প্রসঙ্গে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বিলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান,‘আটকৃত বখাটে অপ্রাপ্ত বয়ষ্ক তথা ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্র।

এরপরও তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে প্রচলিত শিশু আইনে ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হবে। সে এখন পুলিশি হেফাজতে আছে।

দেখা হয়েছে: 380
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪