|

ক্লিন ইমেজের প্রার্থীর খোঁজে আওয়ামী লীগ

প্রকাশিতঃ ১২:৪৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

আলিফ হোসেন,তানোর
আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ হবে ধরে নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতমধ্যে শুরু হয়েছে প্রতিটি সংসদীয় আসনের মাঠ জরিপ, নেয়া হচ্ছে তৃণমূলের মতামত ও সেই সঙ্গে তৈরী হচ্ছে সংসদ সদস্য এমপিদের আমলনামা।

এছাড়াও খোঁজ -খবর নেয়া হচ্ছে বর্তমান সংসদ সদস্য এমপিদের বিষয়ে। আবার এসবের পাশাপাশি সাম্ভব্য প্রার্থীদের বিষয়ে চলছে চুলচেরা বিশেÍষণ।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারণ ফোরাম এবং দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদেরের সঙ্গেও কথা বলেছেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী তার প্রকাশ্যে বক্তব্যে এমপিদের এলাকামূখী হয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন পাশপাশি তিনি নিজেও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে সরকারি-বেসরকারিভাবে নির্বাজনী এলাকা ভিত্তিক সংসদ সদস্য ও সাম্ভব্য প্রার্থীদের কর্মকান্ডের ওপর জরিপের কাজ শুরু হয়েছে যাচাই করা হচ্ছে জনপ্রিয়তা। প্রতিটি আসনের সাংসদ ও সাম্ভব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে একাধিক প্রার্থীর নাম সংগ্রহ করা হচ্ছে। বর্তমান সাংসদ এমপিদের কারা এলাকামূখী, কারা জনবিচ্ছিন্ন, কারা জন ও কর্মীবান্ধব এই বিষয়গুলো জরিপে উঠে আসছে।

এছাড়াও কোন এলাকায় কোন এমপির বিরুদ্ধে, স্বজনপ্রীতি, অনিয়ম-দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিজস্ব বলয়, বশংবদ ও দলীয়কোন্দল সৃষ্টি, আদর্শিক ত্যাগী, প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন ও হাইব্রিড বির্তকিতদের অধিক মূল্যায়ন, বিএনপি-জামায়াতপ্রীতি, নিয়োগ বাণিজ্য. মাদক কানেকশান রয়েছে কি ? না ? এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক ও ভোটারদের মানসিকতা ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সেই সঙ্গে এখন থেকেই খোজ খবর নেয়া হচ্ছে কোন কোন আসনে পরবর্তী নির্বাচনে দলের জয় নিশ্চিত, আর কোন কোন আসনে হারের শঙ্কা রয়েছে। যেসব আসনে হারের শংকা রয়েছে সেগুলো চিহ্নিত করে সেখানে অন্য যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের সম্পর্কে খোজ খবর নেয়া হচ্ছে। আর এসব প্রতিবেদন মূল্যায়ন করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, প্রতিটি নির্বাচনের আগে নিজস্ব দলীয় টিম নির্বাচনী এলাকাগুলোয় যে জরিপ পরিচালনা করা হয় তা এরই মধ্যে শুরু হয়েছে। দলের নির্বাচন পরিচালনা কমিটি এ নিয়ে কাজ শুরু করেছে। নির্বাচনী এলাকা ভিত্তিক ভোটারদের অবস্থান, মানসিকতা, দলের প্রতি সমর্থনের হার ও প্রার্থীদের জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে সেগুলো বিশেÍষণ করে দলের হাইকমান্ডের কাছে তুলে ধরা হবে। শুধু নিজ দলের প্রার্থী নয় প্রতিপক্ষ প্রার্থীদের খোজখবর নেয়া হচ্ছে।

সূত্র জানায়, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের নির্বাচনী আসনের নির্বাচনী এলাকায় এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়। এছাড়াও এবার এই আসনে ক্লিন ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজের প্রার্থীর সন্ধান করছে দলটি এমন প্রচারও রয়েছে।

এদিকে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও জননেতা গোলাম রাব্বানি। এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা পুলিশের (সাবেক) অতিঃ আইজিপি মতিউর রহমান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য (সাবেক) গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ।

এসব নেতাদের বিষয়ে নির্বাচনী এলাকায় তৃণমূলের নেতা ও কমী-সমর্থকদের মধ্যে চলছে জম্পেশ আলোচনা। এলাকার চায়ের দোকান ও মোড়ে মোড়ে নিজ নিজ পচ্ছন্দের নেতাদের প্রার্থীতার যৌক্তিকতা ও যোগ্যতা তুলে ধরে নেতাকর্মীরা চায়ের কাপে আলোচনা-সমালোচার ঝড় তুলেছেন। আবার কেউ কেউ ইতিমধ্যে কেন্দ্র দৌড়-ঝাপ ও তদ্বিরে ব্যস্ত রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দেখা হয়েছে: 424
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪