|

নৌকার প্রার্থী ফারুককে ঘিরে আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য

প্রকাশিতঃ ২:২৩ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

সারোয়ার হোসেন, তানোরঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বর্তমান এমপি ফারুক চৌধুরীকে ঘিরে ছাত্রলীগ,যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন গুলোতে বইছে প্রাণচাঞ্চল্য।

সূত্র জানায়, দলের হাই কমান্ড থেকে আবারো ফারুক চৌধুরীকে আস্থা রেখে নির্বাচনী মাঠে নেমে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার জন্য প্রচার-প্রচারনা করতে বলা হয়েছে। অন্যদিকে দলের নেতাকর্মীরা হাই কমান্ডের এমন গ্রীণ সিগ্রন্যাল পেয়ে সকল ভেদাভেদ ভুলে সবাই ফারুক চৌধুরীকে নিয়ে নির্বাচন করতে এককাতারে সামিল হয়েছে। এত করে তানোর-গোদাগাড়ীতে ফারুক চৌধুরীকে ঘিরে আওয়ামী লীগে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ও গণজোয়ার।

আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে ফের সৃষ্টি হয়েছে ব্যাপক জোরদার দলীয় কার্যক্রম। এ আসনে ফারুক চৌধুরীকে আবারো সফল এমপি হিসাবে বিজয় করতে ইতিমধ্যে দলের নেতাকর্মীরা উপজেলার প্রতিটি ইউনিয়নের ও পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে তৃণমূল আওয়ামী লীগ নিয়মিত ভাবে কর্মী ও বর্ধিতসভাসহ সাংগঠনিক কর্মকান্ড জোরদার করেছে। বইছে আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে ফারুক চৌধুরীকে নিয়ে নৌকার বিজয়ের আমেজ।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তানোর-গোদাগাড়ীতে আওয়ামী লীগে ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ও রাতারাতি রাজনীতিতে হয়েছে নাটকীয় পরিবর্তন। দীর্ঘদিন পর তানোর-গোদাগাড়ীতে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড ও তৎপরতা জোরদার হয়েছে। এতদিন যেসব নেতাকর্মী ব্যবসা-বাণিজ্য ও পাওয়া না পাওয়ার মাণ-অভিমাণসহ বিভিন্ন কারণে নিজেদের আওয়ামী লীগের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিলেন তারা আবারো তাদের অনুসারিদের নিয়ে ফারুক চৌধুরীর পক্ষে রাজনীতিতে সক্রীয় হয়েছে। আবারো নবউদ্দ্যোমে এসব নেতাকর্মী তাদের অনুসারিদের নিয়ে দলের সকল সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ শুরু করেছেন।

এ ব্যাপারে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সফল (ইউপি) চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরীর দিকনির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং নাটকিয় পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগ, যুবলীগকে ডিজিটালাইজ (আধুনিক) করতে চাই এবং অর্থ ও পেশী শক্তি নয় মেধার কাছে জিম্মি রাখতে চাই। আমরা চাই মেধাবীদের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দিতে। যিনি বুকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করবে ও গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি পরিচলনা করবেন। তিনি বলেন, সাংসদ ওমর ফারুক চৌধূরী বলিষ্ঠ নেতৃত্বে আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে নিয়ে এলাকায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরো শক্তিশালি ও সু-প্রতিষ্ঠিত করা হবে।

দেখা হয়েছে: 834
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪