|

সুন্দরীর প্রেমের ফাঁদে নিঃস্ব প্রবাসী বাংলাদেশি যুবক

প্রকাশিতঃ ৮:২৩ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

স্বপন কুমার দাশ। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি যুবক। ২০১৭ সালের জানুয়ারি মাসে ফেসবুকে পরিচয় ঘটে চট্টগ্রামের তাহমিনা নামে এক সুন্দরী নারীর সাথে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। এরপর ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের মাধ্যমে দুজনের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে।

এক পর্যায়ে সিদ্বান্ত নেন তারা বিয়ে করবেন। আর সেই কারণে ধর্মান্তরিতও হন স্বপন কুমার। কিন্তু এক সময়ে জানতে পারেন। তাহমিনা পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। স্বপনের কাছে পরিচয় গোপন রেখে বিধবা সাজেন দুই সন্তানের মা তাহমিনা। অথচ এই গৃহবধুর স্বামী মধ্যপ্রচ্যের দুবাই প্রবাসী।

জানা যায়, জমি কেনাসহ নানা বাহানায় স্বপন কুমারের কাছ থেকে টাকা নিতে থাকেন তিনি। স্বপন কুমারও প্রস্তুতি নিতে থাকেন বিয়ের। তাহমিনাকে বিয়ের জন্য ধর্মান্তরিতও হন স্বপন কুমার। বিয়ের প্রলোভনে স্বপন কুমার মানি ট্রান্সফারের মাধ্যমে দফায় দফায় ৪,৫৬০ ইউরো (বাংলাদেশি টাকায় তিন লাখ ৯৫ হাজার টাকা) পাঠান তাহমিনার কাছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ টাকা পাঠান তিনি।

একসময় স্বপন জানতে পারেন, তাহমিনা বিধবা নয়, বিবাহিত নারী, দুই সন্তানের জননী। তাহমিনা তার সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় আদালতের আশ্রয় নেন স্বপন। মুহাম্মদ মহসিন নামে এক বন্ধুকে আমমোক্তার নিয়োগ দেন স্বপন কুমার।

গত বছর ১৪ই নভেম্বর মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বপন কুমারের পক্ষে মামলা করেন মহসিন। এতে তাহমিনা আকতার, তার ভাই সেলিম মিয়া ও নবাব মিয়া এবং স্বামী আবদুর রহিমকে আসামি করা হয়।

আদালতের মাধ্যমে মামলাটি তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)র চট্টগ্রাম মেট্রো শাখার পরিদর্শক কর্মকর্তা শহীদুল ইসলাম। তদন্ত শেষে স্বপনের সঙ্গে গৃহবধূ তাহমিনার প্রতারণার সত্যতা পান পিবিআইর এ কর্মকর্তা।

অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাহমিনার দুই ভাই ও স্বামীকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করেন পরিদর্শক শহীদুল ইসলাম। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় গৃহবধু তাহমিনার বিরুদ্ধে।

ফলে গত ২০শে জানুয়ারি রাত দেড়টার দিকে চট্টগ্রামের চকবাজারের বাসা থেকে তাহমিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২১শে জানুয়ারি তাকে আদালত উপস্থাপন করে জামিনের আবেদন জানান তার আইনজীবী। কিন্তু এ নিয়ে বিস্তারিত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ প্রসঙ্গে পিবিআইর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, বিধবা সেজে ফ্রান্স প্রবাসী স্বপনের সঙ্গে তাহমিনার প্রতারণার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। স্বপনের সঙ্গে প্রতারণার কথা স্বীকারও করেছেন তাহমিনা।
তবে তাহমিনা দাবি করেছেন বিয়ের কথা বলে নয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্য করতে স্বপনের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি।

পিবিআই কর্মকর্তা বলেন, তাহমিনার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সামদার পাড়ায়। দুই সন্তানকে নিয়ে থাকেন নগরীর চকবাজার এলাকায়। তার স্বামী আবদুর রহিম মধ্যপ্রাচ্যের দুবাই প্রবাসী। আর স্বপনের বাড়ি ফরিদপুর জেলায়।

মামলার বাদী মুহাম্মদ মহসিন জানান, জীবিকার সন্ধানে স্বপন কুমার দাশ প্যারিসে যান। ২০০২ সালে লাভ করেন ফ্রান্সের নাগরিকত্ব। এরপর বিয়ে করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

২০১০ সালে মারা যান তার স্ত্রী মিসিল। এরপর শারীরিক অসুস্থতার কারণে পঙ্গুত্ব বরণ করেন স্বপন। এর মধ্যেই ফেসবুকের মাধ্যমে তাহমিনার সঙ্গে সর্ম্পক গড়ে ওঠে তার। এ সম্পর্কের সূত্র ধরেই এ প্রতারণার ঘটনা সংঘটিত হয়।

দেখা হয়েছে: 475
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪