|

বেনাপোলে বিজিবির গুলিতে চোরাচালানী নিহত

প্রকাশিতঃ ১:১২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) গুলিতে ইব্রাহিম (২৮) নামে এক চোরাচালানী নিহত হয়েছে।আজ মঙ্গলবার ভোরের দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামের ইয়াকুব মোড়লের ছেলে।দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্ত পথে চোরাচালানকারীরা মালামাল পাচার করছে।

এমন সংবাদ পেয়ে বিজিবির টহল দল দৌলতপুরের তেরঘর নামক স্থানে অভিযান চালালে চোরাচালানকারীরা বিজিবির ওপর আক্রমণ চালায়। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইব্রাহিম নামে এক চোরাচালানী মারা যায়।

বেনাপোলে বিজিবির গুলিতে চোরাচালানী নিহত

ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি-কাপড়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি ।

দেখা হয়েছে: 408
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪