|

তানোরে আনন্দ স্কুলে পড়ে আলোকিত হচ্ছে ঝরে পড়া শিশু শিক্ষার্থীরা

প্রকাশিতঃ ৭:৩১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

তানোর-Tanore

সারোয়ার হোসেন,তানোর:

রাজশাহীর তানোর উপজেলাতে ঝড়ে পড়া শিশুদের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থায়নে (রস্ক) প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা আনন্দ স্কুলে লেখা পড়া করে আজ সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে ঝরে পড়া শিশু শিক্ষার্থীরা।

জানা গেছে, উপজেলার হতদরিদ্র পরিবারের ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের বিনা খরচে লেখা পড়া করাচ্ছে আনন্দ স্কুল। আর আনন্দ স্কুলে বিনা খরচে লেখা পড়া করার সুযোগ পেয়ে ঝরে পড়া শিক্ষার্থীরাও অনেক খুশি। স্থানীয়রা জানান, ঝরে পড়া পথচারী শিশুদের উজ্জল ভবিষৎ জীবন গড়ে দিতে আনন্দ স্কুলের কোন বিকল্প নেই। আজ বিনা খরচে আনন্দ স্কুলের মাধ্যমে হতদরিদ্র পরিবারের ঝরে পড়া শিশু শিক্ষার্থীরা লেখা পড়া করে সুশিক্ষিত হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন আনন্দ স্কুল ঘুরে দেখা গেছে, যেসব পরিবারের নুন আনতে পান্থা ফুরায়, সেই পরিবারের ছেলে মেয়েদের হাতে কলমে লেখা পড়া করাচ্ছে আনন্দ স্কুল। যেসব পরিবারের অভিভাবকরা কোন দিন কল্পনাও করে নি যে তাদের ছেলে মেয়ে হাতে বই খাতা ধরতে পারবে। অন্যদের মতো তারাও স্কুলে লেখা পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে দুই ধাপে ১১৭টি আনন্দ স্কুল প্রতিষ্ঠা করা হয়। এসব স্কুলে একজন করে দক্ষ শিক্ষকের মাধ্যমে কমপক্ষে ঝড়ে পড়া ২৫ জন শিক্ষার্থীকে পড়ানো হয়। সেই হিসেবে উপজেলার ১০৯টি স্কুলে কমপক্ষে দুই হাজার ৭২৫ জন শিক্ষার্থী সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। জানা গেছে, আনন্দ স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীরা মাথাপিছু প্রতি মাসে ৮০ টাকা করে বছরে ৯৬০ টাকা, প্রতিবছর পোষাকের জন্য ৪০০ টাকা, শিক্ষাউপকরণ ২৮০ টাকা ও পরীক্ষার ভাতা ২৪০ টাকা করে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়।

প্রাথমিকের ঝড়ে পড়া প্রতিটি শিশুকে স্কুলগামি করতে বিশ্বব্যাংক বছরে মাথা পিছু এক হাজার ৭০০ টাকা করে ব্যয় করছে। অপরদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বছরে এক হাজার ৭৪০ টাকা করে পাচ্ছেন। এছাড়াও প্রতি বছর স্কুল ঘরের ভাড়া হিসেবে ৪ হাজার ৮০০ টাকা ও মেরামতের জন্য এক হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।

সেই হিসেবে ১০৯টি স্কুলের দুই হাজার ৭২৫ জন শিক্ষার্থীর জন্য বছরে বরাদ্দ রয়েছে প্রায় সাড়ে ৪৬ লাখ টাকা ও স্কুল ঘরের ভাড়া বাবদ ৫ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং মেরামতের জন্য এক লাখ ৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রতি বছর স্কুল ঘর মেরামতের জন্য ঘর প্রতি বরাদ্দ এক হাজার টাকা করে হলে একশ’ নয়টি স্কুল ঘরের জন্য বরাদ্দ রয়েছে এক লাখ ৯ হাজার টাকা।

স্কুল ঘর ভাড়া প্রতি মাসে ৪০০ টাকা করে ১০৯টি স্কুলের মাসে ৪৩ হাজার টাকা ও বছরে ৪৭ লাখ ৫২ হাজার ৪০০ টাকা বরাদ্দ রয়েছে। আর শিক্ষকরাও এসব সুযোগ সুবিধা পেয়ে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন কোলা কৌশলের মাধ্যমে হাতে কলমে লেখা পড়া শিখাচ্ছে।

তানোর আনন্দ স্কুলের (টিসি) জাবেদুল হক বলেন, আনন্দ স্কুলের মাধ্যমে লেখা পড়ার জন্য বিনা খরচে ঝরে পড়া শিশু শিক্ষার্থীদের পড়ানো হয়। তবে এ উপজেলাতে আরো বেশকিছু আনন্দ স্কুলের প্রয়োজন আছে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 449
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪