|

শাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিতঃ ২:১৫ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

অনলাইন বার্তাঃ

র‌্যাগিংয়ের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর আজীবন বহিষ্কারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবিতে আন্দোলনে নেমেছে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অপরদিকে, বৃহস্পতিবার শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহীর উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা এক সিনিয়র শিক্ষককে হেনস্থার ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা জ্ঞাপনসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই প্রধান ফটকে তারা তালা মেরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বাস, অটোরিকশাসহ সকল যানবাহন বন্ধ করে দেয়।

ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। দু-একটি বিভাগ ছাড়া বেশিরভাগ বিভাগেই কোনো ক্লাস পরীক্ষা হয়নি। পরবর্তীতে বিকাল তিনটায় আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার নিয়ম-নীতি অনুযায়ী চলবে। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া যৌক্তিক উপায়ে বলতে পারে এবং বিশ্ববিদ্যালয় তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে।’

উল্লেখ্য, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ছয় নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং এর ঘটনায় একই বিভাগের দুইজনকে আজীবন বহিষ্কার সহ আরো ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সিন্ডিকেট।

দেখা হয়েছে: 359
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪