|

রাঙামাটির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়: বিদায়ী পুলিশ সুপার

প্রকাশিতঃ ৩:৪৩ পূর্বাহ্ন | মার্চ ০৮, ২০১৮

জুঁই চাকমা, রাঙামাটিঃ

রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বিদায়ী মতবিনিময় সভা করেছেন জেলার সফল পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। ৬ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিদায়ী পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন।

এসময় পুলিশ সুপার বলেন রাঙামাটিতে ৩বছর তিন মাস দায়িত্ব পালনকালে অনেক সমস্যার সম্মুখিন হয়েছি। রাঙামাটি মেডিকেল কলেজের ঘটনা, লংগদু অগ্নিকান্ডের ঘটনা ইত্যাদি অনেক ঘটনা দুর্ঘটনা সামাল দিতে হয়েছে। আমি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিজের দায়িত্ব যথাযতভাবে পালন করেছি। জেলার উন্নয়নের জন্য যতটুকু সম্ভব কাজ করে গেছি।

এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে আমার পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছি। এতে করে এলাকায় শান্তি-শৃঙ্খলা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা থেকে পাওয়া স্মরণকালের ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি।

রাঙামাটিতে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের কাছ থেকে তথ্যগত অনেক সহযোগিতা পেয়েছেন বলে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন পুলিশ সুপার রাঙামাটিতে দায়িত্ব গ্রহণ করবেন জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংবাদকর্মীদের পক্ষ থেকে সহযোগিতা করার আহবানও জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার, ডি এস বি, রুহুল আমিন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার সদর ইউসুফ সিদ্দিকী -পিপিএম, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া, ডি, আই, ও-১ পারভেজ আলী, বরকল উপজেলার অফিসার ইনচার্জ মফজল খান, বাঘাইছড়ির অফিসার ইনচার্জ আমির হোসেন, রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ মাহবুবুর আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ২১ জন সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪