|

দুর্গাপুরে গৃহবধুকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

প্রকাশিতঃ ১২:৪০ পূর্বাহ্ন | মার্চ ০৯, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে রিমা খাতুন (২২) নামের এক গৃহবধুকে নির্যাতনের পর জোর করে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। রিমা খাতুন উপজেলার পানানগর গ্রামের আব্দুর রশিদের কন্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় রিমা খাতুনের উপর নির্যাতন চালায় তার স্বামী বাবু সরকার।

নির্যাতনের এক পর্যায়ে রিমা খাতুনের শরীর নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাত ১১ টার দিকে রামেক হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এরপর রিমার মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী বাবু। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পানানগর গ্রামের আব্দুর রশিদের কন্যা রিমা খাতুনের একই গ্রামের আবুল সরকারের পুত্র বাবু সরকারের সাথে চার বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে সন্তান ছিলনা। এ কারনে প্রায় রিমা খাতুনকে মারধোর করতো স্বামী বাবু সরকার।

এছাড়া কারনে অকারনেও নির্যাতন চলতো রিমার উপরে। সর্বশেষ গত বৃহস্পতিবার রিমার উপর নির্যাতন চালায় তার স্বামী। নির্যাতনের এক পর্যায়ে রিমার শরীর নিস্তেজ হয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে রিমার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে প্রতিবেশীদের জানানো হয় রিমা বিষপান করেছে।

রিমার বাবা আব্দুর রশিদ অভিযোগ করেন, বিয়ের চার বছর পার হলেও তার মেয়ে কোন সন্তান জন্ম দিতে পারেননি। এটাই ছিল তার মেয়ে রিমার দোষ। এই দোষে রিমাকে প্রায় নির্যাতন করতো তার স্বামী বাবু। গত বুধবার তার মেয়ে রিমা একটি ইসলামী জালসা উপলক্ষে তার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে জরুরী খবর পেয়ে আবার বাবুর বাড়িতে চলে যায় তার মেয়ে। কিন্তু এই যাওয়ায় শেষ যাওয়া ছিল তার মেয়ের তা তিনি বুঝতে পারেননি।

আব্দুর রশিদ আরো জানান, তার মেয়ের উপর বৃহস্পতিবার সারাটা দিন দফায় দফায় নির্যাতন চালানো হয়। ঘরে বন্দি করে রেখে খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে আবারো রিমার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে রিমার শরীর নিস্তেজ হয়ে পড়ে থাকে ঘরের মধ্যে। রিমা মারা গেছে ভেবে বাবু রিমার মুখে বিষ ঢেলে দেয়। পরে প্রতিবেশীদের জানায় রিমা বিষপান করে অসুস্থ হয়ে পড়েছে।

কিন্তু রিমার বিষপানের খবর গোপন করে রিমাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বাবু। একই গ্রামে বাবার বাড়ি হলেও বাবার বাড়ির লোকজনকেও খবরটি দেয়া হয়নি। এরপর দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে রিমাকে ভর্তি না নিয়ে রামেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

রাত ১১টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন। ততক্ষনে লোকমুখে খবর পেয়ে যান আব্দুর রশিদ। রামেক হাসপাতালে গিয়ে দেখেন মেয়ে রিমার নিথর দেহ। এদিকে, এ ঘটনার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও অভিযোগ নেননি ওসি।

অপরদিকে, রিমার মৃত্যুর পর নগরীর রাজপাড়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। শুক্রবার পানানগরে বাবার বাড়ির পাশে রিমার দাফন সম্পন্ন হয়। দাফনের সময় বাবু কিংবা তার পরিবারের লোকজন কেউ উপস্থিত ছিলেন না বলে জানান রিমার বাবা আব্দুর রশিদ।

দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, এ ধরনের একটি অভিযোগ নিয়ে থানায় এসেছিল রিমার বাবার বাড়ির লোকজন। ময়নতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানা যাচ্ছেনা। মৃত্যুর কারন জানা গেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দেখা হয়েছে: 581
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪