|

১২ লাখ টাকায় দফারফা পুলিশের পকেটে ৮ লাখ!

প্রকাশিতঃ ১০:৩৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

অনলাইন বার্তাঃ

‘আমি টাকা নিতে চাইনি। ভয় দেখিয়ে জোর করে আমাকে চার লাখ টাকা দিয়ে পুলিশ বলে, ঢাকা ছেড়ে চলে যা; গ্রামে গিয়ে এই টাকা দিয়ে কিছু করে খেতে পারবি। টাকা দেয়ার প্রমাণ রাখতে সেই ঘটনার ভিডিও করে রাখে পুলিশ।

আমি টাকা দিয়ে কী করব? খেয়ে না খেয়ে আমার ছেলেকে ১৪ বছর ধরে লালন করে বড় করেছি। সেই ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। টাকা নয়, আমি ছেলে হত্যার বিচার চাই।’ কথাগুলো বলছিলেন দেড় মাস আগে রাজধানীর উত্তরায় রহস্যজনকভাবে নিহত মো. আসিবের (১৪) বাবা ভাঙ্গারি ব্যবসায়ী কামাল শেখ। এভাবেই তিনি প্রতিক্রিয়া জানান।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বলছে, আসিব হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে ১২ লাখ টাকায় দফারফা হয়। এর মধ্যে ৮ লাখ টাকা নেয় পুলিশ। আর বাকি চার লাখ টাকা কামাল শেখকে জোর করে দেয়া হয়।

এ জন্য থানায় একটি অপমৃত্যুর সাজানো মামলা করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ এবং উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন কিশোর আসিব হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পুরো ঘটনা তদারকি করেন। ঘটনার দিন রাতে আটজনকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। থানায় তাদের দু’দিন আটকে রেখে দফারফা করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি সূত্র বলছে, তিন বন্ধু আসিব, বাবু (১৩) ও পিয়াস (১২) ২৮ ডিসেম্বর উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির ছাদে মাদক সেবন করে।

ওই সময় তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবু ও পিয়াস ধাক্কা দিয়ে আসিবকে নিচে ফেলে দেয়। তারা তিনজনই উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বস্তির বাসিন্দা। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জল বলেন, সন্ধ্যার পর ওই বাড়ির ছাদে তারা খেলছিল। দুটি বাঁশ একত্রে বেঁধে ওই বাড়ি থেকে পাশের নির্মাণাধীন ভবনে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

ওই বাঁশ দিয়ে তিনজন নির্মাণাধীন ভবনে যাওয়ার সময় একজন (আসিব) নিচে পড়ে যায়। ২১ নম্বর বাড়ির লোকজন আসিবকে হাসপাতালে নিয়ে যান। তবে আসিব মারা যাওয়ার পর ভয়ে ১০/এ নম্বর রোডের মাথায় তারা লাশ রেখে পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি এখনও রহস্যজনক। ঘটনার পর ২১ নম্বর বাড়ির মালিক জামাল উদ্দীন, তার ভাই নুরুল ইসলাম, বাবু, পিয়াসসহ আটজনকে ঘটনার দিন রাতে আটক করা হয়। তাদের দু’দিন আটকে রেখে ১২ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনার বিষয়ে বাদীর মুখ বন্ধ করতে চার লাখ টাকা দেয়া হয়।

বাদীকে জোর করে টাকা দিয়ে ভিডিও করে রাখা হয়েছে। অর্থ আদায় করে পুরো ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। এমনকি এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরা বিভাগের এডিসি শাহেন শাহ বলেন, ‘জোর করে দফারফা করার কোনো তথ্য আমার জানা নেই। ওই ঘটনায় আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো টাকা নেয়া হয়নি। আর বাদীকে টাকা দেবে পুলিশ! পুলিশের তো আর খেয়েদেয়ে কাজ নেই।’

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন বলেন, ঘটনাটি যখন ঘটে তখন তার স্ত্রী অসুস্থ ছিলেন। এডিসি শাহেন শাহ বিষয়টি তদারকি করেছেন। পরে আমি জানতে পারি বাদীর কোনো অভিযোগ না থাকায় ওই ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

অর্থ লেনদেনের বিষয়ে জানতে চাইলে আলী হোসেন আরও বলেন, বাদী আমার কাছে কখনও আসেননি। এ ধরনের কোনো বিষয় থাকলে বাদীকে আমার কাছে পাঠিয়ে দিন। কেউ হয় তো ক্ষুব্ধ হয়ে এ ধরনের অভিযোগ করছেন।

ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনার গুজব : স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৮ ডিসেম্বর রাত ৯টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১০/এ নম্বর রোডের মাথা থেকে আসিবের লাশ উদ্ধার করে পুলিশ।

তবে এ ঘটনা সড়ক দুর্ঘটনা বলে পুরো এলাকায় খবর ছড়িয়ে দেয়া হয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ২১ নম্বর বাড়ির মালিক জামাল উদ্দিনের ভাই নুরুল ইসলামের ছেলে সৈকত ইসলাম ও দারোয়ান সুন্দর আলী সেখানে লাশ রেখে পালিয়ে গেছে। কৌশলে তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

এ বিষয়ে সৈকত বলেন, রাত পৌনে ৮টায় হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি একটি ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আমাকে এক হাজার টাকা দিয়ে চাচা জামাল বলেন, ছেলেটিকে হাসপাতালে নিয়ে যেতে। বাড়ির দারোয়ান সুন্দর আলীকে নিয়ে উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হলে তাকে হাসপাতাল রাখেনি।

এ সময় এক ভ্যানচালককে এক হাজার টাকা দিয়ে বলি ছেলেটিকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যেতে। এরপর আমরা সেখান থেকে চলে আসি। আমি আর কিছু জানি না।

আপস-মীমাংসার কথা অস্বীকার করেছেন বাড়ির মালিক জামাল উদ্দিন। এমনকি পুলিশকে টাকা দেয়ার বিষয়টিও তিনি স্বীকার করেননি। তিনি বলেন, আমরা টাকা দেব কেন? আর আপস-মীমাংসার প্রশ্নই ওঠে না।

আমরা তো আর এ ঘটনার সঙ্গে জড়িত নই। তিনটা বাচ্চা ছেলে খেলছিল। অসাবধানতার কারণে নিচে পড়ে একজন মারা গেছে। পুলিশ শুধু জিজ্ঞাসাবাদ করতে তাকে থানায় নিয়েছিল। ওই বাড়ির মালিকের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপস না করলে তাদের আদালতে চালান করে দেয়ার হুমকি দেয় পুলিশ।

অপমৃত্যু মামলার বিষয়ে জানেন না বাদী : আসিবের বাবা কামাল শেখ বলেন, মামলায় কি আছে তা জানি না। পুলিশ কয়েকবার আমার স্বাক্ষর নিয়েছে। এখন শুনতে পাচ্ছি আমি নাকি আপস করেছি।

তিনি বলেন, তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তার পায়েও আঘাতের চিহ্ন ছিল। তাকে কেউ হত্যা করেছে। তিনি আরও জানান, গ্রামের বাড়ি বরগুনায় ছেলের লাশ দাফন করে ফেরার পর এসআই মোফাজ্জল তাকে থানায় যেতে বলে।

সেখানে জোর করে পুলিশ তাকে চার লাখ টাকা দিয়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে বলে। তখন তিনি বলেন, ছেলেকে হত্যা করা হয়েছে। এখন গ্রামের বাড়িতে চলে যাব এটা কেমন কথা। এই বিষয়ে চুপ থাকতে বলে পুলিশ।- যুগান্তর

দেখা হয়েছে: 440
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪