|

ডিজিটাল প্রতারক “টেরট বাবা” সিআইডি কর্তৃক গ্রেফতার

প্রকাশিতঃ ৮:২১ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ

নিজেকে অতিমানবীয় ক্ষমতার অধিকারী দাবী করা রাদবি রেজা ওরফে টেরট বাবা নামের এক ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। রাদবি রেজা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ম্যাজিক ট্রিক দেখিয়ে মানুষের মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিতো বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম।

সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ সব জানান তিনি। মোল্ল্যা নজরুল জানান, এবিসি রেডিওতে টেরট কার্ড সেগমেন্ট নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া রাদবি, হাত দিয়ে জ্বীন ধরা, ব্রেইন দিয়ে লাইট জ্বালাতে পারা, খালি হাতে মোম জ্বালানো ও টেরট কার্ডের মাধ্যমে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যত বলে দেয়ার নামে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিতো।

তাকে এরআগে ২০১২ সালে ২০টি চোরাই মোটরসাইকেলসহ শেরে বাংলা নগর থানা পুলিশ গ্রেফতার করেছিলো বলেও জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার।

সিআইডির এই পুলিশ সুপার আরও জানান, একই ধরনের ঘটনায় জনপ্রিয় রেজিও জকি (আরজে) কিবরিয়াকে চাকরিচ্যুত করেছে এবিসি রেডিও কর্তৃপক্ষ। একই ধরনের প্রতারণায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেফতার করা হবে।

এম. এম. জাহাঙ্গীর রেজা @ রাদবি রেজা ২০১৬ সালের অক্টোবর মাসের দিকে এবিসি রেডিও তে কথিত প্যারানরমাল রিসার্চার হিসাবে যুক্ত হন। এর পূর্বে উক্ত অনুষ্ঠানে শুধুমাত্র ভৌতিক গল্প শোনানো হত। কিন্তু রাদবি রেজা যুক্ত হবার পর শুরু হয় মানুষের নানাবিধ সমস্যার সমাধান পর্ব- টেরট কার্ড সেগমেন্ট।

সাধারন মানুষকে ফোন করে ও পরিচয় দিয়ে সেখানে অংশগ্রহন করতে হতো তাই তারা সহজেই মানুষের কাছ থেকে তাদের ফোন নাম্বার পেয়ে যেত। সংগ্রহিত নাম ও নাম্বার দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ করে তাদের ব্যক্তিগত ত্য সংগ্রহ করত। মানুষ যখন তার সাথে দেখা করত তখন সে তার ব্যক্তিগত অনেক তথ্যই আগে-ভাগে বলে দিতে পারত। তখন উক্ত ব্যক্তির মনে একটা ধারনা জন্ম নিত যে তিনি অনেক কিছু জানেন বা অতিমানবীয় শক্তির অধিকারী।
.
যেহেতু অনুষ্ঠানটি জনপ্রিয় রেডিও চ্যানেল এবিসি রেডিও ৮৯.২ এফ এম এ প্রচার করা হতো তাই অল্প সময়ের মধ্যেই এটি লাখ লাখ মানুষের কাছে পৌছে যেত। তার এই অতীত, বর্তমান, ভবিষৎ বলে দেওয়াকে সহজ সরল মানুষ সত্য ভেবে তার ভক্ত হয়ে যেত আর এই সুযোগকে কাজে লাগিয়ে সে টাকা পয়সা হাতিয়ে নেওয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা আদায় করত। মানুষের সমস্যা সমাধানের জন্য আতর, মুক্তা, আংটি ইত্যাদি ব্যবহার করার জন্য দেওয়া হত।
.
উক্ত মুক্তা গুলো স্বপ্নে পাওয়া বলে দাবি করে এবং এই সংক্রান্তে একটি গল্প এবিসি রেডিওতে ০৬ এপ্রিল ২০১৭ তারিখে প্রচার করা হয়। মুলত এই রাদবি রেজাকে সব দিক থেকে সহায়তা করত এবিসি রেডিওর সাবেক আরজে কিবরিয়া @ কিবরিয়া সরকার। রাদবি রেজা ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ম্যাজিক ট্রিক দেখিয়ে দাবী করত সে হাত দিয়ে জ্বীন ধরতে পারে, ব্রেইন দিয়ে লাইট জ্বালাতে পারে, খালি হাতে মোম বাতি জ্বালাতে পারে ইত্যাদি। এগুলো দেখিয়ে মূলত সে নিজেকে অতিমানবীয় ক্ষমতার অধিকারী বলে দাবি করত। সহজ সরল মানুষ তার কাছে ট্রিটমেন্ট নিতে আসলে তাদেরকে বিভিন্ন সমস্যা ও জী¡ন ঘটিত ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দাবিসহ অন্যান্য সুযোগ সুবিধা দাবী করত।
.
ফেসবুকে টেরোট কার্ড রিডিং করে মানুষের ভবিষৎ বলে দিত “ফেসবুক টেরট লাইভের” নামে। সেখানে বিভিন্ন মানুষ তার কাছে ভবিষ্যৎ ও নিজেদের ব্যক্তিগত সমস্যার সমাধান জানতে কমেন্টস করত এবং লাইভে এসে কথা বলত। তখন সে তাদেরকে তার সাথে পার্সোনালী অফিসে এসে যেগাযোগ করতে বলত। মূলত পার্সোনালী যোগাযোগের নামেই সে তাদের কে তার বাসায় নিয়ে ট্রিটমেন্টের নামে অর্থ হাতিয়ে নিত। তাছাড়াও (www.daartarot.com/) নামে তার একটি ওয়েবসাইট আছে এবং একটি টেরট কার্ড কন্সালটেন্সি ফার্ম আছে যা কিনা সরকারী অনুমোদিত বলে সে দাবি করে। সেখানে তার সাথে দেখা করতে হলে সর্বোচ্চ ২ ঘন্টায় ২০,৪০০/- টাকা দিতে হয় বলে উল্লেখ আছে ।

যা বিকাশের মাধ্যমে অগ্রিম দিতে হয়। ডর টেরট প্রোগ্রামের মাধ্যমে সে আরও দাবী করত যে, সে টেরট কার্ডের মাধ্যমে যে কাউকে লটারীতে জিতিয়ে দিতে পারেন, খেলার ফলাফল আগে বলে দিতে পারেন, পরীক্ষার ফলাফল আগে েেক বলে দিতে পারেন, ক্যান্সার ও প্যারালাইসিসের রোগীকে ভাল করে ফেলতে পারেন, এমনকি কোমায় থাকা রোগীকেও সুস্থ করে তুলতে পারেন।
.
উল্লেখ্য যে, এই ডিজিটাল প্রতারক রাদবি রেজা ২০১২ সালের ১৪ ই জানুয়ারী শেরে বাংলা নগর থানা পুলিশ কর্তৃক ২০ টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার হয়েছিল। যার মামলা নং-১৯, তাং-১৪/০১/২০১২ ইং ধারাঃ ৪১৩/৩৪ পেনাল কোড-১৮৬০। বিষয়টি ১৫ ই জানুয়ারী ২০১২ ইং তারিখে তৎকালীন বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
.
তার বিরুদ্ধে দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলাটি বর্তমানে সিআইডি কর্তৃক তদন্তাধীন আছে।
.
গ্রেফতারকৃত হলেনঃ
১। এম. এম. জাহাঙ্গীর রেজা @ রাদবি রেজা (৩০), পিতাঃ শামীম রেজা, মাতাঃ মালা শামীম ঠিকানাঃ ১৬৫/এ, মালা ভিলা, পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড, ঢাকা।
.
উদ্ধারকৃত মালামালঃ
১) টেরট কার্ড
২) জিপিএস জ্যামার ১ টি
৩) ২২ টি কথিত মুক্তা
৪) ২৮ টি ধুপ
৫) কথিত ইস্তাম্বুলের আতর ২ টি
৬) পড়া পানির বোতল ১ টি
৭) ৩ টি মোবাইল ফোনসেট
৮) ২ টি সিপিউ
৯) লাইভের জন্য ব্যবহৃত ক্যামেরা ১ টি

দেখা হয়েছে: 618
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪