|

নীলফামারীতে ৮৭০ জনের মাঝে ত্রাণ বিতরন

প্রকাশিতঃ ২:০৭ অপরাহ্ন | জানুয়ারী ৩১, ২০১৮

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ৮৭০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। এরমধ্যে জেলার সৈয়দপুর উপজেলায় ৫৩৫ ও ডোমারে ৩৩৫টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরন করা হয়।

নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: মোহসীন। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজমেন্ট এ্যাডভাইজার ড. অর্ধেন্দু শেখর রায়, অতিরিক্ত কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, এসকেএস ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম রজব আলী ও প্রাকটিক্যাল একশন কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে ডোমার ও বিকালে সৈয়দপুর উপজেলা চত্তরে ইউএনডিপি’র অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশন ও এসকেএস ফাউন্ডেশন এ ত্রাণ বিতরনের আয়োজন করে। এতে প্রতিজনের মাঝে ২ বান্ডিল ঢেউটিন, ২টি কম্বল, ১টি মশারী, ১টি স্কুল ব্যাগ, ১টি ট্রাঙ্ক, ১টি করাত, ২টি ঢাকনাসহ পাতিল, ১টি বিছানার চাদর ও ২টি বালিশের কভার প্রদান করা হয় ।

এদিকে, ডোমারের সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানুর সভাপতিত্বে প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা- মোহাইমিনুল হক, ইউএনডি’র ন্যাশনাল কনসাল্ট্যান্ট- আসাদুজ্জামান, এসকেএস ফাউন্ডেশনের সিডিও আমিনুর রহমান, রুহুল আমীন, খাদেমুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরে দুই দফা বন্যায় জেলার ডোমার ও সৈয়দপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।

দেখা হয়েছে: 397
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪