|

ডোমারে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৩৫ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন

প্রকাশিতঃ ৫:১৮ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৩৫ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার(২৯শে জানুয়ারী) দুপুরে ডোমার পৌর মেয়রের চাতালে ইউএনডিপি’র অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশন ও এসকেএস ফাউন্ডেশন এ ত্রাণ বিতরনের আয়োজন করে।

প্রতিজনের মাঝে ২ বান্ডিল ঢেউটিন, ২টি কম্বল, ১টি মশারী, ১টি স্কুল ব্যাগ, ১টি ট্রাঙ্ক, ১টি করাত, ২টি পাতিল, ১টি বিছানার চাদরসহ ২টি বালিশের কভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানুর সভাপতিত্বে প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা- মোহাইমিনুল হক, ইউএনডি’র ন্যাশনাল কনসাল্ট্যান্ট- আসাদুজ্জামান, এসকেএস ফাউন্ডেশনের সিডিও আমিনুর রহমান, রুহুল আমীন, খাদেমুল ইসলাম, মোতস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরে দুই দফা বন্যায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানুষের বাড়ি-ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে বাছাই করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

দেখা হয়েছে: 333
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪