|

গভীর রাতে গোপন বৈঠকের সময় ককটেলসহ গ্রেপ্তার

প্রকাশিতঃ ৫:৫০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

সারোয়ার হোসেন, তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে গভীর রাতে গোপন বৈঠক করার সময় ২টি ককটেলসহ তানোর পৌর ছাত্রদল সাধারন সম্পাদ মেহেদী হাসান (৩০) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

এঘটনায় তানোর থানার এসাঅই মনিরুজ্জামান মনির বাদি হয়ে তানোর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ ১০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০/৩০জনকে আসামী করে বিষ্ফোরক দ্রব্য’র বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েল করেছেন।

মামলার বিবরন ও পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে তানোর পৌর এলাকার সমাশপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র তানোর পৌর ছাত্রদল সাধারন সম্পাদক মেহেদী হাসান তার নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মিদের নিয়ে ৮ ফেব্রুয়ারী নাশকতার করার বিষয়ে গোপন বৈঠক করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে গেলেও মেহেদীকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রামবাসীর সামনে তার বাড়ি থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি ককটেল উদ্ধার ও মেহেদীকে আটক করা হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার বিচারের রায় দেয়াকে কেন্দ্র করে নাশকতার প্রতিকল্পনা ও প্রস্তিুতি নিয়ে গোপন বৈঠক করছিলো, গ্রেপ্তারকৃতকে ৭দিনের রিমান্ড আবেদন করে (আজ) গতকাল বুধবার বিকালে আদালতে প্রেরন করা হয়েছে।

দেখা হয়েছে: 363
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪