|

ফেয়ার প্রাইজ চালের বস্তায় দেড় থেকে দুই কেজি করে কম

প্রকাশিতঃ ৩:২০ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সরকারের হাতে নেয়া হত দরিদ্র ব্যক্তিদের জন্য ১০ টাকা কেজির ফেয়ার প্রাইজ চালের বস্তা প্রতি দেড় থেকে দুই কেজি করে কম বলে অভিযোগ উঠেছে। এতে করে ১০টাকা কেজি দরের চাল বিক্রেতা বা ডিলারেরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে সরকারের জনবান্ধব কর্মসূচী নিয়ে উঠেছে নানা সমালোচনা।

এদিকে চালের বাজার যখন খেটে খাওয়া মানুষের হাতের নাগালের বাহিরে এসময় সরকারে এমন জনবান্ধব উদ্যোগ কে জন দরদী বলেই আখ্যা দিয়েছে উপকার ভোগিরা। আবার তালিকা তৈরী নিয়েও রয়েছে এক প্রকার দলীয় করন বলে অভিমত একাধিক দরিদ্র ব্যক্তিদের ।

জানা গেছে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলার ৭ ইউপি এলাকায় ১৪ জন ডিলারের মাধ্যমে গত মঙ্গলবার থেকে ফেয়ার প্রাইজ ১০টাকা কেজির চাল বিক্রি শুরু হয়েছে বলে জানান খাদ্য দপ্তর।

এদিকে ফেয়ার প্রাইজ বা ১০টাকা কেজি দরের চাল বিক্রির ডিলার নিয়োগেও রয়েছে দলীয় করণ।৭ইউনিয়নের ১৮ জন ডিলারের বিপরীতে ৯হাজার ২৬৯ জন উপকার ভোগিরা প্রতি মাসে ৩০ কেজি করে কিনতে পারবেন চাল । কোন ডিলার কে দেয়া হচ্ছে ৫০ কেজির বস্তা আবার অনেকে পাচ্ছেন ৩০ কেজির বস্তা । গুদাম থেকে চাল নিয়ে বিক্রির সময় ৫০ কেজির বস্তায় মিলছে ৪৮ কেজি থেকে সাড়ে ৪৮ কেজি আবার কিছু বস্তায় ৪৯ কেজিও মিলছে।

যারা ৩০ কেজির বস্তা গুদাম থেকে পাচ্ছেন সেসব বস্তায় ২৮ কেজি থেকে সাড়ে ২৮ কেজি করে মিলছে চাল। বর্তমান বাজারে চালের দাম ব্যাপক চড়া । গরু ছাগলকে যে চাল খাওয়ানো হয় সেটিও ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। খাবার চাল নিম্মে ৪৫ টাকা থেকে ঊর্ধ্বে ৫০টাকা কেজি। এটি মোটা চালের বাজার । খেটে খাওয়া দরিদ্র ব্যক্তিদের জন্য বর্তমান সরকার গত বছর থেকে খাদ্য বান্ধব ফেয়ার প্রাইজ ১০টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নেয়।

এক ডিলার নাম প্রকাশ না করার শর্তে জানান প্রতি বস্তায় চাল দেড় থেকে ২কেজি করে কম পাওয়া যাচ্ছে।কিন্তু বস্তায় কম থাকলেও উপকার ভোগিদের ঠিকই ৩০কেজি করে দিতে হচ্ছে। যারা ৩০ কেজির বস্তা পাচ্ছেন তাঁরা গুদামের ওই বস্তা উপকার ভোগিদের দিচ্ছেন । এতে তাদের সমস্যা হচ্ছেনা। আর যারা ৫০ কেজির বস্তায় চাল পাচ্ছেন তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে।

হিসেব করলে দেখা যায় ৯হাজার ২৬৯ জন উপকার ভোগির ২ কেজি করে বস্তায় কম পেলে ১৮ হাজার ৫৩৪ কেজি চাল গুদাম কর্মকর্তার পেটে। দেড় কেজি করে কম হলে ১৩ হাজার ৯০৩ কেজি যায় পেটে।

উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল জানান যখন গুদাম থেকে চাল বের হবে ডিলারদের ওজন সঠিক ভাবে বুঝে নিতে । তবে এসব নিয়ে কোন ডিলার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেখা হয়েছে: 441
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪