|

তানোরে হিমাগার উদ্বোধনে ঘোষণায় কৃষকরা ক্ষুব্ধ

প্রকাশিতঃ ১২:৫৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আবারো হিমাগারের নির্মাণ কাজ সম্পন্ন না করেই মেসার্স রহমান হিমাগার (কোল্ডস্টোর) দ্বিতীয় ইউনিট উদ্বোধনের ঘোষণায় (আলুচাষি) কৃষকরা ক্ষুব্ধ বলে অভিযোগ উঠেছে।

এখানো হিমাগারের নির্মাণ কাজ চলমান রয়েছে অথচ চলতি বছরের ২৩ ফেব্ররুয়ারী শুক্রবার রেখেই হিমাগার উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোসণা দিলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট বিভাগ নির্বিকার রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তানোরের আলু চাষিদের মধ্যে শঙ্কার কারণ হলো গত মৌসুমে মেসার্স রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) প্রথম ইউনিটের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংরক্ষণ করায় নির্মাণ ক্রটির কারণে হিমাগারের অধিকাংশ আলু পচে নস্ট হয়েছে।

আর এই কারণে এলাকার অসংখ্য ক পরিবর্তন না করেই গভীর নলকুপের স্কীমভুক্ত চার ফসলি কৃষি জমিতে মেসার্স রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) নির্মাণ করা হয়েছে। এদিকে দ্বিতীয় ইউনিট হিমাগারের নির্মাণ কাজ এখানো সম্পন্ন না করেই উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোষণায় আলু চাষিরা শঙ্কিত হয়ে উঠেছে।

কৃষকরা বলছে, অসম্পন্ন হিমাগারে আলু সংরক্ষণ করে যদি এবছরেও আলু নষ্ট হয় তাহলে এর দায় নিবে কে ?। তারা বলেন, আরো কত আলু চাষিদের মাথার ঘাম পাঁয়ে ফেলে উৎপাদিত আলু নস্ট হলে প্রশাসনের টনক নড়বে। অথচ হিমাগারে নির্মাণ কাজ অসম্পন্ন ক্ষতিপুরুণের প্রতিশ্র“তি দিয়ে আলু সংরক্ষণ করলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি টাকাও ক্ষতি পূরুণ দেননি।

উল্টো আলু নস্টের জন্য কৃষকদের দায়ি করে হিমাগার কর্তৃপক্ষ তাদের ভাড়ার পুরো য় উঠেতে পারেনি। অথচ এবছরেও রহমান পটেটো হিমাগার (কোল্ডস্টোর) দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই উদ্বোধন ও আলু সংগ্রহের ঘোষণা দিয়েছেন। ফলে এবছরেও হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখেই আলু সংরক্ষণ করা হবে। তাহলে যদি এবারো কৃষকের উৎপাদিত আলু নস্ট হয় তাহলে তার দায় নিবে কে ?। তানোরের আদর্শ কৃষক নুরমোহাম্মদ টাকায় কৃষকদের কাছে থেকে আদায় করেছেন।

অধিকাংশ কৃষক তাদের সেই ক্ষতি এখানো কাটিে (৫৫) বলেন, এভাবে হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংগ্রহ করা কর্তৃপক্ষের উচিৎ নয়, কারণ আলু নস্ট হলে কৃষকরা ক্ষতিপূরুণ পায় না। তিনি বলেন, এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিৎ।

এব্যাপারে জানতে চাইলে মেসার্স রহমান পটেটো (কোল্ডস্টোর) হিমাগারের ম্যানেজার বলেন, হিমাগারের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়নি সত্য, তবে আলু সংরক্ষণ করার মতো কাজ সম্পন্ন হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হিমাগারের নির্মাণ কাজ অসম্পন্ন রেখে আলু সংগ্রহ করা হলে যদি সেই আলু নস্ট হয় তাহলে তাঁর সম্পূর্ণ দায়ভার হিমাগার কর্তৃপক্ষকে নিতে হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের ল্যান্ডফোনে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে থেকে জনানো হয় কৃষি জমির শ্রেণী পরির্বতন করে সেখানে কোনো ধরনের শিল্প-কারখানা তৈরী করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হবে।

দেখা হয়েছে: 416
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪