|

“নগর নাগরিক নৈপুণ্য”কর্তৃক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৮:৩২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

নিশিকান্ত তালুকদার, খালিয়াজুরী প্রতিনিধিঃ

নগর নাগরিক নৈপুণ্য সংগঠন কর্তৃক আয়োজিত “কৃষক বাঁচাও, হাওর বাঁচাও ” স্লোগানকে সামনে রেখে নয়াগাও বাজার প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হরলাল ভৌমিক। ৪নং নগর ইউনিয়নের সচেতন তরুণদের প্রতিনিধিত্ব এবং সমাবেশ পরিচালনা করেন প্রণজিৎ সরকার সেবক। তিনি বেড়িবাঁধ নির্মানে দুর্নীতি প্রতিরোধ সম্পর্কে বলতে গিয়ে বলেন ” আমরা কৃষক -আমাদের প্রয়োজন আমরাই ভালো বুঝব এবং কৃষকদের মতামত প্রদানকে তিনি আজকের সমাবেশের মূল উদ্দেশ্য বলে অভিহিত করেন।

সভার প্রথম বক্তা নয়াগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তি সুধন সরকার এই কৃষক সমাবেশের উদ্দেশ্য হাওরের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য বলে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেন। পাচগাছিয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তি মানিকবাবু বলেন যে, “বর্তমানে জলঘটি (হিন্দুধর্মাবলম্বীদের পূজা এবং মাঙ্গলিক ক্রিয়াকর্ম সম্পন্ন করার জন্য ঘটের নিচে দেওয়ার জন্য একমুটো ধান) দেওয়ার মতো ধান ও ঘরে নেই।

“তিনি তার ব্যক্তিগত মতামত দিতে গিয়ে বলেন যে গতবছর ফসল উঠাতে না পারার প্রধান কারণ ছিল বেড়িবাঁধের দুর্বলতা এবং এখন বাঁধ এমনভাবে দেওয়া উচিত যাতে বন্যা নিয়ন্ত্রন করা যায় এবং বর্তমানে প্রকল্প বাস্তবায়ন কমিটির নৈতিক ভিত্তির দূর্বলতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন দশটি পিআইসি কমিটির একটি দুটি কমিটিকে প্রদানকৃত দায়িত্ব একেবারেই অযৌক্তিক ও অনাকাঙ্কিত এবং বাজেট প্রদানে ও যথেষ্ট গন্ডগোল রয়েছে।

এছাড়াও পিআইসি কমিটির সদস্য দীপক চন্দ্র দাস ও হিমাংশু তালুকদার বাঁধের ডিজাইন থেকে শুরু করে বাঁধ নির্মাণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।অন্যদিকে চলমান সমাবেশের পাশাপাশি আগ্রহীদের অনেকেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাজকে শুভঙ্করের ফাঁকি বলে উল্লেখ করেন।

হায়াতপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জয়শংকর বাবু বাঁধ নির্মাণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিনে যাওয়া প্রয়োজন বলে মনে করেন। নগরের বুদ্ধিদীপ্ত তারুণ্যের প্রতিনিধি এবং নগরের নাগরিক নৈপুণ্য সংগঠনের মডারেটর প্রণজিৎ সরকার সেবক পিআইসি কমিটির সদস্য হওয়ার নিয়মকানুন এবং বাঁধ নির্মাণ প্রসঙ্গে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

অন্যদিকে খালিয়াজুরীর কৃষকলীগের সভাপতি বাবু তপন বলেন, “বাঁধ নির্মাণে ডিজাইন ফাঁকি দিয়ে মাটি কাটা হচ্ছে এবং বিশাল অংকের এই বাজেটপ্রকল্পকে পারিপার্শ্বিক চলমান দুর্নীতির কারণে অপ্রয়োজনীয় প্রকল্প বলে অবিহিত করেন।এছাড়াও খালিয়াজুরী প্রেস ক্লাবের সভাপতি শফিক সাহেব এবং সাংবাদিক মহলের পরিচিত মুখ স্বাগত সরকার শুভ, নগরের নাগরিক নৈপুণ্য সংগঠনের সিনিয়র উপদেষ্টা বাবু রথীন্দ্র সামন্ত,ডা. বাদল সরকার, সাবেক ৪ নংনগর ইউনিয়ন পরিষদ সদস্য প্রাণেশ সরকার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। আর আয়োজিত সমাবেশের গুরুত্ব উপলব্ধি করে এবং সমাবেশের প্রয়োজনীয়তাকে সমর্থনের পাশাপাশি উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জহরলাল সরকার, নগর শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোক্তা বাবু অঞ্জন সরকার, সবাইকে সমাবেশে উপস্থিত হতে নিরলসভাবে আহ্বানকারী বাবু কবিরঞ্জন ভট্টাচার্য্য এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।

মূলত, সবার একটাই দাবি, ” হাওর বাচঁলে কৃষক বাচঁবে।” তারপর সবার মতামতের প্রেক্ষিতে “বেড়িবাঁধ নির্মাণ নজরদারি স্বেচ্ছাসেবী কমিটি ২০১৮ ” গঠন করে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাবেশের সাধারন সমাপ্তি ঘোষণা করেন।

দেখা হয়েছে: 703
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪