|

সঠিক কর্মপরিকল্পনা গ্রহনের মাধ্যমে উন্নয়ন করতে হবে- ফারুক চৌধুরী

প্রকাশিতঃ ১:২৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

সাইদ সাজু, তানোর প্রতিনিধিঃ

রাজশাহী জেলা আ’লীগ সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি আলহাজ ওমর ফারুক চৌধুরী (এমপি) বলেছেন, সঠিক কর্মপরিকল্পনার গ্রহনের মাধ্যমে এলাকার উন্নয়নের একটি সঠিক নির্দেশনা ফুটে উঠে, পরিকল্পনা ছাড়া কোন কিছু করা যায় না, পরিকল্পনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।

সরকারের বিভিন্ন সেবা মুলক ও উন্নয়ন মুলক কর্মকান্ড আপনাদের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয়। সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে প্রকল্প তৈরি করে অর্থ বরাদ্ধ দিয়ে উপজেলা পর্যায়ের সরকারী বে-সরকারী কর্মকর্তাদের মাধ্যমেই মাঠ পর্যায়ে বাস্তাবায়ন করে থাকে। আপনাদেরকেই প্রভাব মুক্ত থেকে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সেই সাথে জনগনের সেবক হিসেবে সরকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

সোমবার দুুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক উন্নয়ন সভা ও এসডিজির লক্ষ্য বাস্তাবায়নে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা গ্রহন বিষয়ক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদেরকে জনগনের কাজের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।

সঠিক কর্মপরিকল্পনা গ্রহনের মাধ্যমে উন্নয়ন করতে হবে- ফারুক চৌধুরী

সরকারের উন্নয়ন কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে এলাকার উন্নয়নে আপনাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ন। আপনাদের উপরই নির্ভর করে সরকারের সুনাম ও দূর্নাম, শুধু হাজিরা দিয়ে অফিসে বসে থাকলেই হবে না, সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে।

তানোর উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সভা উপস্থাপনা করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী।

উক্ত সভায় সকল ইউপি চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্তকর্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করার পরামর্শ দেন। পরে তানোর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার প্রদান করেন।

দেখা হয়েছে: 377
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪