|

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

প্রকাশিতঃ ৬:৫৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

আবু রাইহান (ময়মনসিংহ) ত্রিশাল সংবাদদাতাঃ

ময়মনসিংহের ত্রিশালে অবস্তিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে আভা ফাউন্ডেশন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন নজরুল জাদুঘর এর পাশেই শিক্ষার্থীদের বিনামূল্যে এ প্রশিক্ষণ দিচ্ছে তারা।

দীর্ঘদিন ধরে গ্রামীন মেধাবী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এ ফাউন্ডেশনটি। গত ১২ই ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম আরো সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি শুরু করেছে।

তথ্য-প্রযুক্তির যুগে উচ্চশিক্ষা, চাকরি অথবা ব্যবসা যে কোনো কাজ করতে গেলেই কম্পিউটারের সাহায্য প্রয়োজন হয়। তাই আভা ফাউন্ডেশন তরুণ-তরুণীদের এ বিষয়ে দক্ষ করে তুলতে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছে এ ফাউন্ডেশন।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ফাউন্ডেশনটির এক বিজ্ঞপ্তিতে জানান, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে, উক্ত কোর্সে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এডোব ফটোশপ, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং ই-মেইলের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

আভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শেখ সজীব বলেন, তথ্যপ্রযুক্তির অপরিহার্যতার কথা চিন্তা করে প্রথম থেকেই সর্বসাধারণকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনার ইচ্ছা ছিল, কিন্তু পর্যাপ্ত রিসোর্সের অভাবে সেটা সম্ভব হয়ে উঠছেনা, আপাতত গ্রামীণ মেধাবী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা প্রশিক্ষণের সুযোগ দিচ্ছি এবং আশাকরি খুব দ্রুত সর্বসাধারনের জন্য উন্মুক্ত করতে পারবো। যেটা জীবনযাত্রার মান উন্নয়ন সহ দূর্নীতি রোধে সাহায্য করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে তথ্য প্রযুক্তিগত অনগ্রসরতা দূরীকরণের জন্য ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আভা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। ফাউন্ডেশনটি শুরু থেকেই সম্পুর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছে।

দেখা হয়েছে: 697
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪